সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।
আজ বুধবার, ১০ জুলাই ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।
ঘটনাবলি:
৭১৫ - মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির মৃত্যু। ৮৭৪ - নরওয়ের জেলেরা উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপ দেশ আইসল্যান্ড আবিষ্কার করেন। ১৫২০ - রাজা পঞ্চম চার্লস ও রাজা অষ্টম হেনরি শান্তিচুক্তি সম্পাদন করেন। ১৫২৬ - পানিপথের যুদ্ধে জয় লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন। ১৫৫৩ - লেডি জেন গ্রে ইংল্যান্ডের রানি হন। ১৭৪১ - ডেনমার্কের নাগরিক ভিতুস ব্রিংক আলাস্কা ভূখণ্ড আবিষ্কার করেন। ১৮৪২ - নোটারি স্ট্যাম্প আইন পাস হয়। ১৮৫৪ - স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়। ১৮৫৭ - মিরাটে সিপাহি বিদ্রোহের সূত্রপাত। ১৮৭১ - কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি, রক্ষার খরচ নির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়। ১৯০০ - অস্ট্রেলিয়ায় সংবিধান গৃহীত হয়। ১৯২১ - মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে। ১৯৪০ - দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে মার্শাল হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন। ১৯৪২ - দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যান। ১৯৪৬ - ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। ১৯৫৭ - ড. হীরালাল চৌধুরীর গবেষণায় ভারতে মাছ চাষে প্রণোদিত প্রজনন পদ্ধতি উদ্ভাবিত হয়। ১৯৬২ - যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়। ১৯৬৬ - মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপন করা হয়। ১৯৬৮ - আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ - ৩০০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর বাহামাস দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে। ১৯৭৬ - গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন। ১৯৮৯ - বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ৯ম সংশোধনী পাস। ১৯৯১ - বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ১৯৯২ - হানা সচুকা পোল্যান্ডের প্রথম মহিলা সরকার প্রধান নির্বাচিত।
জন্ম :
১৪৫২ - স্কটল্যান্ডের রাজা তৃতীয় জেমস। ১৬৩৫ - রবার্ট হুক, ইংরেজ বিজ্ঞানী। ১৮৩৪ - চেক সাহিত্য সমালোচক, কবি ও গল্পকার ইয়ান নেরুদা। ১৮৫৬ - নিকোলা টেসলা, বিখ্যাত সার্বীয়-মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী। ১৮৭১ - মার্সেল প্রুস্ত্, ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক। ১৮৮৩ - মন্মথনাথ ঘোষ (বিদ্যাবিনোদ), বাঙালি শিল্পোদ্যোগী ও সাহিত্যিক। ১৮৮৫ - ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ। ১৮৯৩ - কেশবচন্দ্র নাগ, বাংলার প্রখ্যাত গণিতজ্ঞ ও গণিতের সর্বাধিক প্রচলিত পাঠ্যপুস্তক রচয়িতা। ১৯০২ - নোবেলজয়ী জার্মান রসায়নবিদ কুট আলডার। ১৯১৩ - বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র। ১৯১৫ - নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক সল বেলো। ১৯১৮ - শুভ গুহঠাকুরতা, প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও ‘দক্ষিনী’ প্রতিষ্ঠাতা। ১৯২৫ - ডা. মাহাথির মোহাম্মদ, মালয়েশীয় রাজনীতিবিদ ও মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী। ১৯২৮ - অ্যান্থনি মাসকারেনহাস, পাকিস্তানি সাংবাদিক, ‘দ্যা রেইপ অব বাংলাদেশ’ খ্যাত লেখক। ১৯৩১ - মতি নন্দী, ভারতের বাঙালি লেখক ও ক্রীড়া সাংবাদিক। ১৯৪৬ - সু লিয়ন, মার্কিন অভিনেত্রী। ১৯৪৯ - সুনীল গাভাস্কার, ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেট খেলোয়াড়, অধিনায়ক ও প্রথিতযশা ব্যাটসম্যান। ১৯৬৮ - মার্কিন অভিনেতা জনাথন গিলবার্ট। ১৯৮০ - মার্কিন অভিনেত্রী জেসিকা সিম্পসন।
মৃত্যু :
১৮১৭ - জেন অস্টেন, একজন ইংরেজ ঔপন্যাসিক। ১৮৯৩ - শিক্ষানুরাগী ও সমাজসেবক নওয়াব আব্দুল লতিফ। ১৯৭৭ - প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু প্রয়াত হন। ২০০১ - হুমায়ূন রশীদ চৌধুরী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও কূটনীতিবিদ। ২০১৪ - জোহরা সেহগল, ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক ছিলেন।
ছুটি ও অন্যান্য :
জাতীয় মূসক দিবস, বাংলাদেশ। জাতীয় মৎস্যচাষি দিবস। (ভারত) জাতীয় দিবস (বাহামা দ্বীপপুঞ্জ)।
মন্তব্য করুন