কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৮:৫১ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ২০০ লোকের ধর্ষণের শিকার বাংলাদেশি কিশোরী উদ্ধারে মিলল চাঞ্চল্যকর তথ্য

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে ভারতে পাচারের শিকার হয়েছিল ১২ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী। ভারতের মহারাষ্ট্রে মাত্র তিন মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ তাকে ধর্ষণ করে। মহারাষ্ট্রের ভাসাই বিহারের মীরা-ভায়ন্দর পুলিশের যৌথ অভিযানে নইগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়। এছাড়া, নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ফ্ল্যাট থেকে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, উদ্ধার হওয়া ওই কিশোরীকে জুভেনাইল ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিশুটিকে বাংলাদেশ থেকে গুজরাটের নাদিয়াদে নিয়ে আসা হয়। সেখানে তার ওপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। বিজয় কদম নামে নওগাঁও থানার এক তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ভারতে নিয়ে আসার পর শিশুটির পরিচিত এক নারী তাকে বিক্রি করে দেন। শিশুটিকে এরপর পতিতাবৃত্তিতে ঠেলে দেয়া হয়। তার পর থেকে তাকে নানা জায়গায় পাচার করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, গত তিন মাস ধরে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাকে ২০০ জনের বেশি লোক ধর্ষণ করে। এ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী এক কর্মকর্তা।

উদ্ধারকৃত কিশোরী জানায়, বাবা-মায়ের বকুনির ভয়ে সে তার পরিচিত এক মহিলার সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল। ওই মহিলাটি তাকে লুকিয়ে সীমান্ত পার করে ভারতে নিয়ে আসে এবং তাকে পতিতাবৃত্তি চক্রের কাছে বিক্রি করে দেয়।

সীমান্ত পার করার পরে তাকে প্রথমে কলকাতায় পাচার করা হয়েছিল। সেখানে তার একটি জাল আধার কার্ড তৈরি করা হয়েছিল। তার পরে তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে নইগাঁওয়ের একটি বাড়িতে বন্দি রাখা হয়েছিল।

সেই বাড়িতে থাকত এক বৃদ্ধ এবং তার স্ত্রী। ওই মেয়েটি ছাড়াও সেখানে আরও ৭-৮ জন মেয়ে ছিল। একদিন ওই বৃদ্ধ বাংলাদেশি মেয়েটিকে একটি ইনজেকশন দেয়। যার ফলে তার বাধাদানের ক্ষমতা চলে গিয়েছিল। ওই অবস্থায় তাকে ধর্ষণ করে ওই বৃদ্ধ। তার পর থেকে তাকে একের পর এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়।

হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান আব্রাহাম মাথাই বলেছেন, মেয়েটি এখনও কৈশোরে পা রাখেনি, অথচ কিছু নৃশংস মানুষ তার শৈশব কেড়ে নিয়েছে।

তবে এই মেয়েটির ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ভাশি এবং বেলাপুরে আমি অনেক নাবালিকাকে ভিক্ষা করতে দেখেছি। তাদের অনেককে শিশু অবস্থায় চুরি করে গ্রাম থেকে শহরে আনা হয় এবং শোষণ করা হয়। এক বা দু’জন বয়স্ক মহিলা তাদের নিয়ন্ত্রণ করে। তারা ওই শিশুদের দেহব্যবসায় জড়িয়ে পড়তে বাধ্য করে। এমনকি যাদের বয়স খুব কম থাকে, তাদের হরমোনের ইনজেকশন দিয়ে পতিতাবৃত্তিতে নামানো হয়।’

বাবা-মায়েদেরও তিনি সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, সৎ উদ্দেশ্য থাকলেও বাবা-মায়ের খুব কঠোর হওয়া উচিত নয়। এতে শিশুরা তাদের থেকে দূরে সরে যায়।

পুলিশ কমিশনার নিকেত কৌশিক বলেন, এমবিভিভি পুলিশ পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে এবং ঝুঁকিপূর্ণ কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ও চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ পেরিয়ে কানাডায় ‘নয়া মানুষ’

৩৩ ওষুধের দাম কমলো, ১১৬ কোটি টাকা সাশ্রয়

জিমে ১২ লাখ ডলার খরচ করে নিলেন ৩০০ বছরের মেম্বারশিপ, অতঃপর...

ইমিগ্রেশনের ‘অনিয়মের’ সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ডেঙ্গু আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩২৫ 

চ্যাটজিপিটি-৫ নিয়ে বিতর্ক, নতুন মোডে আসছে ৩ পরিবর্তন

শতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও সমিতি

হিমাগারে অস্ত্রের মুখে ডাকাতি, গ্রেপ্তার ২

সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

সরকারকে এক মাসের আলটিমেটাম শিক্ষকদের

১০

কুয়েতে ১০ প্রবাসীর মৃত্যু

১১

নতুন গ্রাহকদের জন্য বিশাল ছাড় দিচ্ছে স্টারলিংক, পাবেন যেভাবে

১২

মাস্ক পরে নামাজ পড়া জায়েজ আছে?

১৩

ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

টাইমস স্কয়ারে প্রথমবার হবে দুর্গাপূজা

১৫

স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে, স্ত্রীর মৃত্যু

১৬

বেকারি থেকে কেনা নাস্তায় মিলল সাপ

১৭

শেখ হাসিনা-রেহানা-টিউলিপের তিন মামলায় বাদীদের সাক্ষ্য গ্রহণ

১৮

যতীন সরকার মারা গেছেন

১৯

জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে বাধা নেই

২০
X