অপটিক্যাল ইলিউশনের সঙ্গে এখন অনেকেই পরিচিত। অপটিক্যাল ইলিউশন হচ্ছে একটি দৃষ্টিভ্রম ছবি বা ভিডিওর একাধিক অর্থ। যা ব্যক্তিভেদে সবসময় আলাদা উত্তর হয়ে থাকে।
তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় দৃষ্টিভ্রম ছবি দেখলে তা সমাধানের চেষ্টা করেন। এতে অবশ্য মস্তিষ্কের বিকাশ ঘটে। এ ছাড়া চোখের দৃষ্টিশক্তিও যাচাই হয়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি দৃষ্টিভ্রম ছবি দেখা যায়। এতে কেউ দেখছেন এক রহস্যময়ী নারীর মুখ, আবার কারও চোখে ধরা পড়ছে একটি মোরগ। কিন্তু এই প্রথম দেখাতেই লুকিয়ে রয়েছে এক গভীর বার্তা। আপনি কী ধরনের মানুষ? আপনার জীবনে প্রেম বেশি গুরুত্বপূর্ণ, না কি কাজ? এই প্রশ্নের উত্তর দিচ্ছে একটি অপটিক্যাল ইলিউশন।
অপটিক্যাল ইলিউশন বা চোখের ধাঁধা নতুন কিছু নয়। আমাদের চোখ ও মস্তিষ্কের মধ্যে সমন্বয়ের ঘাটতি থেকেই তৈরি হয় এই বিভ্রম। তবে এমন অনেক ছবিই আছে, যেগুলো শুধু দৃষ্টিভ্রম তৈরি করে না, মানুষের মনোজগৎ ও ব্যক্তিত্বও উন্মোচন করে।
সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবিটিও ঠিক তেমনই। অনেকে এটিকে নিছক বিনোদন মনে করলেও মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা।
আপনি কী প্রথমে দেখেছেন?
যদি ছবিতে মহিলাকে দেখেন:
আপনি একজন রোমান্টিক ও আবেগপ্রবণ মানুষ। আপনার জীবনে সম্পর্ক ও ভালোবাসার গুরুত্ব অনেক বেশি। আপনি সহজে কারও প্রতি টান অনুভব করেন এবং সেই টান ধরে রাখতে চান। আপনি বিশ্বাস করেন—একজন সঙ্গীর ভালোবাসা জীবনকে অর্থপূর্ণ করে তোলে।
যদি ছবিতে প্রথমে মোরগ দেখেন:
আপনি একজন কর্মঠ, লক্ষ্যনিষ্ঠ এবং বাস্তববাদী মানুষ। জীবনে সফলতা ও স্থায়িত্ব আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সম্পর্ককে মূল্য দেন ঠিকই; কিন্তু ক্যারিয়ার এবং পেশাগত অগ্রগতি আপনার কাছে অগ্রাধিকার পায়। আপনি নিজের পরিশ্রম ও অর্জন দিয়েই পরিচিত হতে চান।
ইলিউশনভিত্তিক কুইজ বা ফিচার কেন এত জনপ্রিয়?
সাইকোলজিক্যাল টেস্ট বা অপটিক্যাল ইলিউশনভিত্তিক কুইজ বা ফিচার এখন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। কারণ এগুলো শুধু বিনোদন দেয় না, নিজের সম্পর্কে ভাবার সুযোগও দেয়। অনেকেই বলেন, এগুলো নিছক মজা, আবার অনেকে বিশ্বাস করেন—অবচেতন মন সত্যিই কিছু ইঙ্গিত দেয়।
মনোবিজ্ঞানীরা বলেন, ‘আমাদের ব্রেন যখন অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক কোনো ছবি দেখে, তখন যে উপাদান আগে শনাক্ত করে, তা আমাদের মানসিক অগ্রাধিকার বা প্রবণতার দিকে ইঙ্গিত দেয়।’
ছবি দেখে আপনি কী দেখলেন? মহিলা না মোরগ? হয়তো তা নিছক মজার প্রশ্ন মনে হতে পারে; কিন্তু সেটিই আপনাকে নিজেকে চিনতে সাহায্য করতে পারে। প্রেম না পেশা—জীবনে কোনটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তর লুকিয়ে থাকতে পারে এক ঝলক দৃষ্টিতেই। আপনিও কি নিজের উত্তর পেয়েছেন?
এখন সময় বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানার তারা কোন দলে?
সূত্র: এই সময় অনলাইন
মন্তব্য করুন