সারা দিন ঠিক কী অপেক্ষা করছে আপনার জীবনে তা আগাম জানা যায় রাশিফলে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্মের সঙ্গে প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে জ্যোতিষীরা ভবিষ্যদ্বাণী করেন রাশিফলে।
দৈনন্দিন জীবনে অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা আলাদা।
আজ রোববার, ২২ অক্টোবর ২০২৩। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? কোন রাশির সময় ভালো? কাদের সতর্ক থাকতে হবে? বিস্তারিত জেনে নিন।
মেষ : অপ্রত্যাশিত পৈতৃক সম্পত্তি পাবেন। ফলে আনন্দিত হবেন। অর্থ লাভ হতে পারে। আলস্য ত্যাগ করে কাজে মনোনিবেশ করলে তা সম্পন্ন করতে পারবেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।
বৃষ : ব্যবসায়ীরা সাবধানে কাজ করুন। কারণ সেই কাজ সম্পন্ন না হওয়ার ভয় থাকবে। তবে সন্ধ্যার মধ্যে সেই কাজ সম্পন্ন হয়ে যাবে। পারিবারিক কলহ মাথাচাড়া দিতে পারে, যা সমস্যা বাড়াবে। তবে পরিবারের বয়স্ক সদস্যের সাহায্যে সেই কাজ শেষ করতে সফল হবেন।
মিথুন : ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোনিবেশ করবেন। সামাজিক ক্ষেত্রে চেষ্টা করলে লাভ হবে ও জনসমর্থন অর্জন করতে পারবেন। শ্বশুরবাড়ির সদস্যের সঙ্গে আর্থিক লেনদেনের সময়ে সতর্ক হন। না হলে সম্পর্কে ফাটল ধরতে পারে। মায়ের সঙ্গে তর্ক হতে পারে।
কর্কট : ধীরগতিতে চলতে থাকা ব্যবসার জন্য ভাইদের সহযোগিতা কামনা করবেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ শেষ করার চেষ্টা করবেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ব্যবসায়ে ঝুঁকি নিন। তা না হলে সেই টাকা ডুবে যেতে পারে।
সিংহ : বহু দিন ধরে দেখা করতে চান এমন কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করে প্রসন্ন হবেন। সন্ধ্যায় মা-বাবার সঙ্গে মনের কথা ভাগ করে নিতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক লাভ হতে পারে। সন্ধ্যার দিকে পরিজনদের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
কন্যা : আর্থিক সমস্যায় জড়িয়ে থাকলে ঋণ নিতে পারেন এবং তা সহজে পেয়ে যাবেন। তবে কারও কথায় কান দেবেন না। ছোট ব্যবসায়ীরা প্রত্যাশা অনুযায়ী ফলাফল না পাওয়ায় হতাশ হবেন। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা কোনো বড় ডিল পেতে পারেন।
তুলা : পরিবারের সদস্যদের সঙ্গে দূরের যাত্রা করতে পারেন। ছাত্রদের পরীক্ষায় সাফল্যের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। ভালো মনে লগ্নি করুন। ফলে ভবিষ্যতে লাভ অর্জন করতে পারবেন। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
বৃশ্চিক : অন্যের সাহায্য করার জন্য কিছু কাজ স্থগিত করতে পারেন। আজ ব্যস্ত থাকবেন। দৌড়ঝাঁপ বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন। আবহাওয়াজনিত রোগ দেখা দিতে পারে। ভাইদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবেন।
ধনু : ব্যস্ততা বাড়বে। এজন্য নিজের সম্পন্ন যাওয়া কাজ ভেস্তে দেবেন না। কোন কাজকে প্রাথমিক গুরুত্ব দেবেন, তা নির্বাচন করা উচিত। পরিবারের সদস্যদের ব্যবহারের কারণে চিন্তিত থাকবেন। সন্তানের সঙ্গে বিবাদ চললে পরিবারের সদস্যদের সাহায্যে তার সমাধান হতে পারে।
মকর : নতুন ব্যবসা শুরু করলে তাতে ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সরকারি গুরুত্বপূর্ণ কাজ বাতিল করলে তা দীর্ঘদিনের জন্য আটকে যেতে পারে। কম লাভ সত্ত্বেও সন্তুষ্ট থাকবেন। দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণে সফল হবেন। ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য আবেদন করতে পারেন।
কুম্ভ : মনের মধ্যে কোনো নেতিবাচক শক্তি আসতে দেবেন না। সাবধানে কাজ করুন। শত্রুর কারণে চিন্তিত থাকবেন। তবে সন্ধ্যার দিকে তারা নিজেই ধ্বংস হবে। অচেনা ব্যক্তির সঙ্গে সাবধানে লেনদেন করুন।
মীন : অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসবেন। এতে কিছু অর্থ ব্যয় হবে। সহকর্মীদের কারণে চাকরিজীবীদের মন খারাপ হতে পারে। মধুর কথা দিয়ে সহকর্মীদের মেজাজ শুধরে দিতে সফল হবেন। জীবনসঙ্গীর অসুস্থতা আপনাকে চিন্তিত করবে। দৌড়ঝাঁপ ও অর্থ ব্যয় করবেন। কর্মক্ষেত্রে আপনার পক্ষে পরিবর্তন হবে।
মন্তব্য করুন