কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।
আজ শনিবার, ৮ জুলাই ২০২৩। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন, একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৪৯৭: ভাস্কো ডা গামা লিসবন থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন। ১৭৬০: ফ্রান্স-ভারত যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী শেষ নাভাল যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে। ১৮০৭: রাশিয়ার তিলসিত এলাকায় বিখ্যাত তিলসিত চুক্তি স্বাক্ষর হয়। ১৮১৭: কলকাতা বুক সোসাইটি স্থাপিত হয়। ১৮৫৮: সিপাহি বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন। ১৯১৮: ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশ। ১৯২০: ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে। ১৯৩৭: তুরস্ক, ইরান, ইরাক ও আফগানিস্তান সান্দাবাদ চুক্তিতে সই। ১৯৪৮: যুক্তরাষ্ট্র প্রথম বিমানবাহিনীতে মহিলা নিয়োগ করে। ১৯৯০: আর্জেন্টিনাকে হারিয়ে পশ্চিম জার্মানি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। ২০০৬: দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর নাথুলা পাস সীমান্তপথটি ভারত চীনের সঙ্গে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়। ২০১৮: বাংলাদেশ সংবিধানের সপ্তদশ সংশোধনী পাস হয়। জন্ম: ১৮৭৫: জার্মান দার্শনিক এর্নস্ট ব্লখ। ১৮৯২: ইংরেজ লেখক রিচার্ড অলডিংটন। ১৯০৯: কবি বিষ্ণু দে-র। ১৯১৪: জ্যোতি বসু, বিশিষ্ট ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা, পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী। ১৯৩৩: ইংরেজ ঔপন্যাসিক অ্যানথোনি হোপ। ১৯৩৯: মার্কিন ধনকুবের ডেভিড রকফেলার। ১৯৪৯: ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী। ১৯৭২: সৌরভ গাঙ্গুলী, বিশিষ্ট ভারতীয় ক্রিকেটার তথা ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ১৯৮১: আনাস্তাসিয়া মিসকিনা, রুশ টেনিস খেলোয়াড়। মৃত্যু: ১৮২২: ইংরেজ কবি পার্সি বিসি শেল। ১৮৫৫: মেরু অভিযাত্রী স্যার উইলিয়াম এডওয়ার্ড পিয়ারি। ১৮৭৭: বাংলা সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা জন ক্লার্ক মার্শম্যান। ১৯৯৪: উত্তর কোরিয়ার সাবেক নেতা ও সে দেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব কিম ইয়েল সুং। ১৯৯৭: আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি। ২০০১: অমিয়ভূষণ মজুমদার, বাঙালি কথাসাহিত্যিক। ২০০৩: সুভাষ মুখোপাধ্যায় (কবি), বিশ শতকের উল্লেখযোগ্য ভারতীয় বাঙালি কবি ও গদ্যকার। ২০০৬: জুন অ্যালিসন, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা। ২০১১: আমিনুল ইসলাম, বাংলাদেশি চিত্রশিল্পী।
মন্তব্য করুন