বিনামূল্যে চক্ষুশিবিরসহ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে।
শুক্রবার (১২ জুলাই) ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে এ আয়োজনে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আয়োজনের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ রকম ক্যাম্প খুবই ভালো উদ্যোগ। এতে সমাজের সব পর্যায়ের মানুষের উপকার হয়। সবচেয়ে বেশি উপকৃত হন সাধারণ মানুষ। ভবিষ্যতে এ ধরনের আয়োজনে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেন সাত সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পূজা পরিষদের সহ-সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, বীরেশ চন্দ্র সাহা, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, বীনা রানী সাহা, শ্যামল কুমার রায়, কিশোর রঞ্জন মণ্ডল, পূরবী দেবনাথ প্রমুখ।
মন্তব্য করুন