কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চেয়ারম্যানসহ দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিটিআরসিতে বিক্ষোভ

চেয়ারম্যানসহ দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিটিআরসিতে বিক্ষোভ। ছবি : কালবেলা
চেয়ারম্যানসহ দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিটিআরসিতে বিক্ষোভ। ছবি : কালবেলা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদসহ দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে কমিশনের শতাধিক কর্মকর্তা-কর্মচারী। চেয়ারম্যান ছাড়াও বাকি দুই কর্মকর্তা হলেন প্রশাসন বিভাগের উপপরিচালক আমজাদ হোসেন নিপু এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স (ইঅ্যান্ডও) বিভাগের উপপরিচালক মাহদী আহমেদ। এই দুজন কর্মকর্তা চেয়ারম্যানের ঘনিষ্ঠ বলে পরিচিত।

বিক্ষোভকারীদের দাবি, চেয়ারম্যান দুর্নীতি এবং অনিয়মের সহযোগী এই দুজন কর্মকর্তা। এজন্য চেয়ারম্যানসহ তাদের পদত্যাগের দাবি করেছেন বিক্ষোভকারীরা।

গতকাল রোববার সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সমাবেশ শুরু করেন কর্মকর্তা ও কর্মচারীরা।

এসময় চেয়ারম্যানসহ ভাইস চেয়ারম্যান আমিনুল হক এবং কমিশনার দেলোয়ার হোসাইন কমিশনে ছিলেন না। তবে অন্য দুই কমিশনার প্রকৌশলী রিয়াজ আহমেদ (স্পেকট্রাম) এবং ড. মুশফিক মান্না চৌধুরী (অর্থ, হিসাব ও রাজস্ব) কমিশনে উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীদের জানান, চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজ আহমেদ এবং তার ব্যক্তিগত সচিব (পিএস) আমজাদ হোসেন ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় পরিচয় ব্যবহার করে বিটিআরসিতে নিয়োগ পান এবং পরবর্তীতে বিটিআরসিতেও ব্যাপক দলীয়করণ এবং অনিয়ম ও দুর্নীতি করেন। এসব কাজে তাদের বিশ্বস্ত সহযোগী ছিলেন চেয়ারম্যানের নিয়ন্ত্রণাধীন ইঅ্যান্ডও বিভাগের উপপরিচালক মাহদী আহমেদ।

বিক্ষোভের অন্যতম নেতৃত্বদানকারী একই বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আমিন কালবেলাকে বলেন, ব্যাপক দুর্নীতি, দলীয়করণ এবং স্বেচ্ছাচারিতা করেছেন প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। এই কাজে তাদের সহযোগী ছিলেন আমজাদ এবং মাহদী। তাদের কারণে অনেক মেধাবী ও যোগ্যতাসম্পন্ন কর্মকর্তা কর্মচারী বঞ্চিত হয়েছেন। আমরা তাদের পদত্যাগ চাই। চেয়ারম্যান আজ (রোববার) অফিসে আসেননি এবং তার পিএস আমজাদ পালিয়েছে। মাহদীকে তার কক্ষে অবরুদ্ধ রাখা হয়েছে। পদত্যাগ না করলে তাকে ছাড়া হবে না। কমিশনের অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে জানতে চাইলে আল আমিন বলেন, কমিশনের কয়েকজন কমিশনার তাদের স্বেচ্ছাচারিতায় সংক্ষুব্ধ ছিলেন। তাই আমরা চেয়ারম্যানের পদত্যাগ চাই এবং পুরো কমিশনেই সংস্কার চাই। এজন্য নতুন উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বরাবর দ্রুতই স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে চেয়ার‍ম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে ভাইস চেয়ারম্যান আমিনুল হক জানান ডায়রিয়ায় অসুস্থ বলে তাকে জানিয়েছেন চেয়ারম্যান।

বিক্ষোভকারীদের দাবির বিষয়ে জানতে চাইলে আমিনুল হক কালবেলাকে বলেন, উপদেষ্টা মহোদয়ের সভায় বিটিআরসির প্রতিনিধিত্ব করতে সকাল থেকে সচিবালয়ে ছিলাম। সভা শেষে দুপুর আড়াইটার দিকে বিষয়টি জানতে পারি।

অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ভাইস চেয়ারম্যান বলেন, যেহেতু সবার একটা সেন্টিমেন্ট (অনুভূতি) আছে, সেটাকে একেবারে অবহেলা করা যায় না। তাদের সেই সেন্টিমেন্ট কীভাবে প্রশমিত করা যায় সেজন্য বিধিমালা দেখছি। বিধিসম্মত এবং সঠিকভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়টি দেখা হচ্ছে।

তবে অভিযুক্ত ওই দুই কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হচ্ছে বলে কালবেলাকে জানিয়েছে কমিশনের একটি সূত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের ৩ কিলোমিটার এলাকায় যান চলাচল পরিহারের অনুরোধ

বিয়ে করলেন পার্থ শেখ

বিক্ষোভে উত্তাল ইরান, নির্দেশনা দিয়ে রেজা পাহলভির ভিডিওবার্তা

নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে : প্রেস সচিব

রাজধানীতে তীব্র গ্যাস সংকটের কারণ জানাল তিতাস

দেড় কোটি টাকার সেতু যখন ভোগান্তির কারণ 

কুমিল্লায় বাসে আগুন, নিহত ৪

যশোরে এক দিনে ১০ জনের মৃত্যু

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত

জবি ভর্তি পরীক্ষার সার্বিক সহযোগিতায় ছাত্রদলের হেল্প ডেস্ক

১০

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে বিতর্কে বিসিবি পরিচালক

১১

শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১২

হকি-কাবাডি-অ্যাথলেটিকসে সোনার পর এবার ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ে জয়িতা

১৩

‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’

১৪

সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা

১৫

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন

১৬

নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার

১৭

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

১৮

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আগে ভাবতে বললেন তামিম

১৯

সুপার কাপের মাদ্রিদ ডার্বি জিতে ফাইনালে রিয়াল

২০
X