বন্যা দুর্গতদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনের বাজেটের ত্রাণ ও কল্যাণ খাত থেকে এ অর্থ দেওয়া হবে। যা অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দান হিসেবে গ্রহণ করা হবে।
সংগঠনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভয়াবহ বন্যায় জীবন-মৃত্যুর মাঝখানে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। এখন পর্যন্ত বন্যায় প্লাবিত হয়েছে দেশের ১২ জেলা। এতে প্রায় ৫০ লাখ মানুষ মানবিক সংকটে পড়েছে। বন্যার পরিধি আরও বাড়তে পারে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বন্যাক্রান্ত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালীর পরিস্থিতি বেশি অবনতি হয়েছে। সরকারি হিসাবে গতকাল পর্যন্ত মারা গেছেন ১৮ জন।
এদিকে পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য ৩ হাজার ১৬০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ১ লাখ ৮৮ হাজার ৭৩৯ বন্যাদুর্গত মানুষ এবং ১৭ হাজার ৮৪৮টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। চিকিৎসাসেবায় ৬৩৭টি মেডিকেল টিম চালু রয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগে নৌযান ও অন্যান্য উদ্ধার যান দিয়ে পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে।
সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যক্তি উদ্যোগের সংগঠনগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বন্যার্তদের উদ্ধারে কাজ করছে। সরকারও বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। এ অবস্থায় এগিয়ে এসেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তারাও।
মন্তব্য করুন