সপ্তাহজুড়ে ভারি বর্ষণ আর উজান থেকে নামা ঢলে দেশের অন্তত ১০ জেলা বন্যাকবলিত হয়েছে। দেশের এমন সংকটময় পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে।
ইতোমধ্যে পানিবন্দি অন্তত ১০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
এরই অংশ হিসেবে শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে ঢাকা থেকে ৩০ জন স্বেচ্ছাসেবক দল কয়েকটি পিকআপে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গত এলাকায় পৌঁছেছেন।
সংস্থাটির নির্বাহী পরিচালক মো. শাহিন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেশের প্রতিটি বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আকস্মিক এ বন্যার ফলে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অসহায় গৃহহীন আশ্রিত মানুষের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানির মারাত্মক অভাব দেখা দিয়েছে। আমরা সেইসব গৃহহীন অসহায় মানুষদের জন্য চিড়া, মুড়ি, গুড়, খেজুর, বিস্কুট, চানাচুর, পানি বিশুদ্ধকরণ ফিল্টার, শিশুদের জন্য গুড়া দুধ, বিস্কুট, নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন, সাবান, খাবার স্যালাইন ও ওষুধ বিতরণের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি।
মন্তব্য করুন