কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের পাশে ঢাবি ঊনসত্তরের শিক্ষার্থীরা

বাঁধ ভেঙে পানি ঢুকছে। পুরোনো ছবি
বাঁধ ভেঙে পানি ঢুকছে। পুরোনো ছবি

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় বন্যায় দুর্গত মানুষের আর্থিক সাহায্যে এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬৯ সালের শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সতীর্থ ঊনসত্তর’-এর সদস্যরা। তারা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫ লাখ টাকা জমা দিয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সংগঠনের মহাসচিব শাহজালাল ফিরোজ ও নির্বাহী সদস্য কে এম এইচ শহিদুল হক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের হাতে পাঁচ লাখ টাকার পে-অর্ডার তুলে দেন।

সংগঠনের পক্ষ থেকে মহাসচিব শাহ জালাল ফিরোজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সংগঠনের সভাপতি। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মনে করে সংগঠনের সদস্যরা অনুদান হিসেবে ৫ পাঁচ লাখ টাকা সংগ্রহ করেছে। ৭২ ঊর্ধ্ব বয়সীদের সংগঠনটির সদস্যরা ব্যক্তিগতভাবে এ অর্থ অনুদান দিয়েছে।

এদিকে, ফেনীতে বন্যায় পোলট্রি খাতে খামারিদের ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে জেলা পোলট্রি অ্যাসোসিয়েশন। রোববার (০৮ সেপ্টেম্বর) ফুড গার্ডেন রেস্টুরেন্টে ফেনী জেলা পোলট্রি খামারিদের অবহিতকরণ ও পুনর্বাসনের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যাসোসিয়েশন নেতারা।

সংবাদ সম্মেলনে পোলট্রি মালিক সমিতির নেতারা জানান, সম্প্রতি বন্যায় ফেনী জেলার ৮০ শতাংশ পোলট্রি ফার্ম তলিয়ে গেছে। ২০ ভাগ পোলট্রি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলার পাঁচ হাজার ছোট-বড় পোলট্রি মালিকের প্রায় ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এমতাবস্থায় সরকারের সহযোগিতা ছাড়া ফেনীর পোলট্রি শিল্প উৎপাদনে যাওয়া সম্ভব নয়। তাই সরকারের সংশ্লিষ্ট দপ্তর পোলট্রি খাতকে নগদ সহযোগিতা করা, চলমান ব্যাংক ঋণের সুদ ও কিস্তি আগামী দুই বছরের জন্য স্থগিত করা, ডিলার ও খামারিদের দুই বছরমেয়াদি সহজ শর্তে সুদবিহীন ঋণ প্রদানের ব্যবস্থা, খাদ্য ও বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী এক বছর বিনা লাভে বাচ্চা ও খাদ্য সরবরাহ করা, ওষুধের যৌক্তিক মূল্য বৃদ্ধি করাসহ নানা দাবি উপস্থাপন করা হয়।

তারা আরও জানান, জেলার পোলট্রি ফার্মগুলো প্রতিদিন ১ লাখ ৫০ হাজার কেজি মাংস উৎপাদন করে। একসময় ফেনীর পোলট্রি শিল্প উৎপাদন দিয়ে ফেনী ছাড়াও পাশের নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম জেলায় চাহিদা পূরণ করা হয়েছে। বর্তমানে পাঁচ হাজার ছোট-বড় খামারি মালিক রয়েছেন, যার মধ্যে অনেকে ব্যাংক লোন নিয়ে ব্যবসা করে আসছিলেন। অনেকে দেউলিয়া হওয়ার পথে রয়েছেন। তাই যথাযথভাবে ক্ষতিগ্রস্ত খামার মালিকের তালিকা অনুযায়ী ক্ষতিপূরণ দাবি জানানো হয়। খামারিরা যেন বেকার না হয়ে পড়েন, এজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক

খালেদা জিয়ার মৃত্যুর খবরে যা বলছে ভারত ও পাকিস্তানের মিডিয়া

নির্বাচন নিয়ে কি অনিশ্চয়তা আছে?

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় শোকের ছায়া

খালেদা জিয়ার মৃত্যু, বিপিএলের ম্যাচ বাতিল

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা দুপুরে

খালেদা জিয়ার মৃত্যুতে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে : তামিম

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন নরেন্দ্র মোদি

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন ফখরুল-রিজভী

১০

দেশীয় শোবিজে বছরের আলোচিত ডিভোর্স

১১

এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল : রিজভী

১২

নতুন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

১৩

খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি : মির্জা ফখরুল

১৪

সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন : নাহিদ 

১৫

দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারাল : প্রধান উপদেষ্টা

১৬

মা-বাবাকে দায়ী করে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

১৭

যেখানে খালেদা জিয়াকে দাফনের পরিকল্পনা

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৯

খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী বিএনপিতে শোকের ছায়া, জেলাজুড়ে কান্নার রোল

২০
X