মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৩:৪৩ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নুরের বাসায় অভিযানের কারণ জানালেন ডিবি প্রধান

নিজ কার্যালয়ে কথা বলছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি: সংগৃহীত
নিজ কার্যালয়ে কথা বলছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাসা থেকে মঙ্গলবার (১ আগস্ট) গভীর রাতে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে কেন তুলে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (২ আগস্ট) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইয়ামিনকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে বিস্তারিত বলেন তিনি।

ডিবি প্রধান বলেন, পল্টন কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ ও ভাঙচুরের ঘটনায় মামলার আসামি ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর তার বাসায় মামলার আসামিকে লুকিয়ে রেখেছিল।

হারুন অর রশীদ বলেন, সে (নুর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি। উনারতো আইন জানার কথা। উনি কেন তার বাসার মধ্যে মামলার আসামিকে লুকিয়ে রাখবেন? আমরা সেটা জেনেই গিয়েছি। উনার উচিত ছিল, বাধা না দিয়ে সহযোগিতা করা।

আরও পড়ুন: গভীর রাতে নুরের বাসায় দরজা ভেঙে ঢুকল ডিবি পুলিশ

ডিবি পুলিশ জানিয়েছে, বিন ইয়ামিন মোল্লার বিরুদ্ধে পল্টন থানায় জোরপূর্বক প্রবেশ ও ভাঙচুরের অভিযোগে গত ২১ জুলাই মামলা হয়েছে। এই মামলাতেই ইয়ামিনকে গ্রেপ্তার করেছে ডিবি। এছাড়া তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসা ছাত্রদের উত্তেজিত করার চেষ্টার অভিযোগও রয়েছে।

নুরুল হক নুরের বাসায় অভিযানের বিষয়ে ডিবি প্রধান বলেন, পুলিশতো পরিচয় দিয়েছে। আমরা আইনের কোনো ব্যতয় করিনি। মামলার আসামি তো সেখানে ছিল। তিনি ফেসবুকে, ইউটিউবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসা ছাত্রদের উত্তেজিত করার চেষ্টা করেছে। এই ভিডিওটা রয়েছে। তার নামে মামলা রয়েছে।

নুর একজন মেধাবী ছাত্র। ভিপি ছিলেন। একজন রাজনীতিবিদ হিসেবে তারেইতো উচিত ছিল মামলার আসামি লুকিয়ে থাকলে তাকে বের করে দেওয়া। তিনি তা না করে উল্টো পুলিশের ওপর চড়াও হলেন, গালিগালাজ করলেন, সরকারি কাজে বাধা দিলেন, বলেন তিনি। অতিরিক্ত কমিশনার হারুন বলেন, আমরা অপেক্ষা করেছি অনেকক্ষণ। আমাদের পুলিশ তাকে বারবার বলেছে, আপনি আমাদেরকে আসামি দিয়ে দেন। আইনে বলা আছে, মামলার আসামি যার বাসাতেই থাকুক, আমরা আনতে পারি। প্রয়োজনে বল প্রয়োগ করেও আনতে পারি। আইনের বাইরে কিছু নাই। মামলার আসামিকে আনা হয়েছে, উস্কানি দাতাকে আনা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) রাত ২টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাসা থেকে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। যারা অভিযানে এসেছিলেন তাদের মাঝে একজন মধ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালাগাল করেছে বলে অভিযোগ করেছেন নুর।

আরও পড়ুন: দরজা ভেঙে নুরের বাসা থেকে ইয়ামিনকে তুলে নেওয়ার অভিযোগ

ঘটনার সময় ফেসবুক থেকে লাইভে যান নূর। সেখানে তিনি বলেন, মধ্যরাতে তার বাসায় ডিবি হানা দিয়েছে। পরে নূরের বাসার দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ডিবি।

ভিপি নুর তার ফেসবুক লাইভে এসে বলেন, আমার দুই মাস ও সাড়ে তিন বছরের ছোটো দুটো বাচ্চা পুলিশের এ তাণ্ডবে ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়ে।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৪ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১১

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১২

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৩

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৪

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৫

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৬

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

১৭

চট্টগ্রামের নগরায়ণ সংকটে শহরবাসী, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নেই

১৮

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

১৯

ইসরায়েলে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু?

২০
X