কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হজ প্যাকেজ ৪ লাখ টাকা ও রমজানে কালোবাজারি বন্ধের দাবি

আ ফ ম খালিদ হোসেনের কাছে এ স্মারকলিপি দেন শহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত
আ ফ ম খালিদ হোসেনের কাছে এ স্মারকলিপি দেন শহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

হজের প্যাকেজ ৪ লাখ টাকা নির্ধারণ, বর্তমান পরিস্থিতিসহ পবিত্র রমজান মাসে মজুতদারি, কালোবাজারি বন্ধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সরকারীভাবে হজ গাইড নিয়োগে কওমি ওলামাদের ক্ষেত্রে চলমান বৈষম্য নিরসন ও কোরবানির পশুর চামড়া প্রতি বর্গফুট গরু ১২০, ছাগল ৭০ টাকা করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের সভাপতি শহিদুল ইসলাম কবির ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের কাছে এ স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়- বিভিন্ন দেশের খরচ বিশ্লেষণ করে দেখা গেছে বাংলাদেশের হজ যাত্রীদের খরচ তুলনামূলক অনেক বেশি। বিশ্বের কয়েকটি দেশের হজ প্যাকেজ হলো, ইন্দোনেশিয়া থেকে একজন মুসলমানকে হজে যেতে হলে ৩ লাখ ৪৭ হাজার ৩৪৭ টাকা খরচ করতে হবে। যা গত বছরের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। বাকিটা সরকারি ‘হজ্ব ফান্ড ম্যানেজমেন্ট এজেন্সি’ তহবিল থেকে ভর্তুকি দেওয়া হয়। মালয়েশিয়ায় যেসব পরিবারের মাসিক আয় ৯৬ হাজার টাকার কম, সেসব পরিবারের সদস্যদের জন্য হজের খরচ ধরা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৭৫৪ টাকা। মাসিক আয় বেশি হলে দিতে হবে দুই লাখ ৫৮ হাজার ৬০০ টাকা। দেশটিতে হজের জন্য সরকার বড় অংকের ভর্তুকি দিয়ে থাকে।

পাকিস্তানে গত বছরের তুলনায় হজের খরচ ৩৬.৫৯ শতাংশ বাড়িয়ে ১১ লাখ ৭০ হাজার পাকিস্তানি রুপি যা বাংলাদেশি টাকায় ৪ লাখ ৪৭ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ভারতে ২০২১ সালে এই খরচ ছিল বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ২৩ হাজার ৫৭১ টাকা। তবে সরকারের তরফ থেকে জানানো হয়েছে, হজ প্যাকেজের খরচ ৫০ হাজার টাকা কমানো হবে। অর্থাৎ সেদেশে হজ কমিটি অব ইন্ডিয়ার মাধ্যমে যারা হজ্বে যাবেন, তাদের খরচ হবে চার লাখ টাকার কম। সিঙ্গাপুরে হজের খরচ গত বছরের তুলনায় প্রায় দেড় হাজার ডলার বেড়েছে। সেখানে সবচেয়ে কম প্যাকেজের জন্য দিতে হবে ৬ লাখ ৬০ হাজার ৯২০ টাকা।

বাংলাদেশে গত বছর কোরবানি ছাড়া বেসরকারি ‘সাধারণ’ হজ প্যাকেজের সর্বনিম্ন ব্যয় ছিল ৫ লাখ ৯০ হাজার টাকা। তার সঙ্গে কোরবানির টাকা মিলিয়ে বাড়তি খরচ ২ লাখ ছুঁয়ে ফেলবে। এতে একজন হজ যাত্রীর খরচ পড়ে কম পক্ষে ৮ লাখ টাকা।

স্মারকলিপিতে আরও বলা হয়, হজের সময় যাত্রীদের কাছ থেকে বিমান ভাড়া বাবদ ১ লাখ ৯৮ হাজার টাকা নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ওপর জুলুম করা হয়েছে। আমরা মনে করি, যৌক্তিক ভাড়া ৭০ হাজার টাকা নির্ধারণ করা উচিত। পৃথিবীর কোনো দেশ হজ মৌসুমে উড়োজাহাজ ভাড়া বাড়ায় না, উল্টো ছাড় দেয়। ব্যতিক্রম বাংলাদেশ বিমান। তারা হজ মৌসুম এলেই বিমান ভাড়া বাড়িয়ে ব্যবসা করে।

ধর্ম উপদেষ্টা বরাবরের স্মারকলিপিতে বলা হয়, হজ প্যাকেজে বাংলাদেশের সকল ভ্যাট ট্যাক্স বাতিল এবং সাধারণ হজ যাত্রীদের খরচ কমানোর স্বার্থে বাড়িভাড়া, মোয়াল্লেম ফিসহ সৌদি আরবের অন্যান্য খরচ কমানোর ক্ষেত্রে বিশেষ কূটনৈতিক চেষ্টা চালানো, হজের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে অপ্রয়োজনীয় খরচ ও রাষ্ট্রের টাকায় হজ্ব করানো বন্ধ করা এবং প্রয়োজনে রাষ্ট্রের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও হজের খরচ ৪ লাখ টাকায় পুনঃনির্ধারণ করতে হবে।

বর্তমান পরিস্থিতি ও মাহে রমজানে মজুতদার, কালোবাজারি ও মুনাফাখোরদের সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে সরকারের কার্যকরী পদক্ষেপ কামনার কথা স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

কোরবানির পশুর চামড়ার মূল্য নিয়ে কয়েক বছর যাবৎ আর একটি সংকট দেশবাসী লক্ষ্য করছে। অন্য সময়ে পশুর চামড়ার মূল্য যেভাবে থাকে কোরবানির সময়ে তার ৩ ভাগের একভাগ থাকে যা কোনোভাবেই মেনে নেয়া যায়না। অথচ এই কোরবানির পশুর চামড়ার বিক্রিত অর্থ জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তি ও মাদ্রাসার এতিম-গরিব শিক্ষার্থীদের দেওয়ার ইসলামের বিধান রয়েছে। কোরবানির পশুর চামড়ার মূল্য কমিয়ে চামড়া সিন্ডিকেট অসহায় গরিবদের ঠকিয়ে অর্থের পাহাড় গড়তে মরিয়া হয়ে আছে। তাই কোরবানির পশুর চামড়া প্রতি বর্গফুট গরু ১২০, ছাগল ৭০ টাকা নির্ধারণ করতে এখন থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়।

সরকারিভাবে হজ গাইড নিয়োগের ক্ষেত্রে কওমি মাদ্রাসায় শিক্ষিত অভিজ্ঞ আলেম ওলামারা বৈষম্যের শিকার হচ্ছেন, এক্ষেত্রে এখন থেকে তারা যাতে বৈষম্যের স্বীকার না হন সে জন্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে : মুন্না 

৫০০ টাকার জন্য খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

গ্রিনল্যান্ড নিয়ে বৈঠক: মতবিরোধের আড়ালে ক্ষমতার রাজনীতি

আংশিক মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

গ্যাস সংকটে বেশি বিপাকে চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরা

আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি

চাঁদপুর-৪ / বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় প্রকৌশলীকে মারধর

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল 

১০

বিএনপির প্রার্থীকে শোকজ

১১

সময় বাঁচাতে সকালে রোজ পাউরুটি খাচ্ছেন, শরীরে যে প্রভাব পড়ছে

১২

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আসিফ গ্রেপ্তার

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না ২ তরুণের

১৫

১৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

ব্র্যাকে চাকরির সুযোগ

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

ভবন ছাড়তে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উকিল নোটিশ

১৯

আমি বাবার মতো কাজ করতে চাই: রবিন

২০
X