পর্তুগাল, উজবেকিস্তান ও লেবাননে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। দেশগুলোতে যথাক্রমে রেজিনা আহমেদ, ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানকে নিয়োগ দেওয়া হয়েছে।
৮ আগস্ট (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রেজিনা আহমেদকে পর্তুগালে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান রাষ্ট্রদূত তারিক আহসানের স্থলাভিষিক্ত হবেন তিনি।
অন্যদিকে ড. মোহাম্মদ মনিরুল ইসলামকে উজবেকিস্তানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত করা হয়েছে। রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন তিনি।
আরও পড়ুন : ইয়েমেনে অপহৃত জাতিসংঘের বাংলাদেশি কর্মকর্তা উদ্ধার
এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানকে লেবাননে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
মন্তব্য করুন