ইয়েমেনে আল-কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের বাংলাদেশি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।
আরও পড়ুন : মাকে কখনো ভেঙে পড়তেও দেখিনি : প্রধানমন্ত্রী
দেড় বছর মাস আগে ইয়েমেনে আল-কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের এই কর্মকর্তাকে এনএসআইর মাধ্যমে উদ্ধার করা হয়। তিনি বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
আগামীকাল তাকে দেশে আনা হতে পারে। পরবর্তীতে তিনি পরিবারের জিম্মায় থাকবেন।
সুফিউল আনাম তাকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
২০২২ সালের ১১ ফেব্রুয়ারি জাতিসংঘে কর্মরত সুফিউল আনামকে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে জঙ্গি সংগঠন আল-কায়েদার সদস্যরা অপহরণ করে এবং তার মুক্তিপণ বাবদ ৩ মিলিয়ন মার্কিন ডলার দাবি করে।
মন্তব্য করুন