রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘যুদ্ধ না করাদের জাতির জনক বানানোর মাধ্যমে ফ্যাসিবাদের সূচনা’

‘কী চাই নতুন বাংলাদেশে’ শীর্ষক ফোরাম আলোচনা সভা। ছবি : কালবেলা
‘কী চাই নতুন বাংলাদেশে’ শীর্ষক ফোরাম আলোচনা সভা। ছবি : কালবেলা

লেখক ও চিন্তক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, অনেকে বলেন- ২০০৮ বা ২০১৪ সাল থেকে ফ্যাসিবাদের সূচনা হয়েছে। আমি বলি- বাংলাদেশে ফ্যাসিবাদীর সূচনা হয়েছে যারা যুদ্ধ করেনি তাদের জাতির জনক বানানোর মাধ্যমে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বেনার নিউজ বাংলা আয়োজিত ‘কী চাই নতুন বাংলাদেশে’ শীর্ষক ফোরাম আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ ছাড়া তিনি বলেন, যারা যুদ্ধ করেছে, ত্যাগ শিকার করেছে, তাদের অবমূল্যায়ন করা হয়েছে। আমরা তরুণদের কাছে চিরঋণী তারা আমাদের হারান স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন। এসময় তিনি ৫ আগস্টকে তৃতীয় স্বাধীনতা বলেও আখ্যায়িত করেছেন।

তিনি আরও বলেন, আমরা সমতাভিত্তিক দেশ চাই, আমাদের লক্ষ্য হবে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা। পশুকেও নির্যাতন করা অন্যায়। কোনো মানুষকে যদি আপনি মানুষ মনে করেন তাহলে আর অন্যায় করবেন না। নতুন বাংলাদেশে আমি চাই না কোনো ধর্মকে নিপীড়ন করা হোক। বাংলাদেশ ধর্ম-বর্ণ জাতি নির্বিশেষে সবার।

শ্রমিকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মজুরি সংস্কার কমিশন এখনো হয়নি, এটা করা দরকার। যারা আমাদের দেশের ভিত্তি তাদের মজুরি নিশ্চিত করতে হবে। আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ চাই। ১৮ হাজারের নিচে আয় যদি ধরা হয় তাহলে প্রকৃতপক্ষে ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।

সলিমুল্লাহ খান বলেন, ইতিহাসকে আসলে যারা ভুলিয়ে দেয় তারা ফ্যাসিবাদ। ইতিহাস মোটেও অতীত নয়। ইতিহাস হচ্ছে বর্তমান। চিন্তার ক্ষেত্রে, ধ্যান ধারণার ক্ষেত্রে, সবক্ষেত্রে আমাদের স্বাধীনতা থাকতে হবে। এদেশের শতকরা ২৬ জন লোক এখনো স্বাক্ষর করতে পারে না। শিক্ষার ক্ষেত্রে সর্বজনীনতা আনতে হবে।

পাশাপাশি তিনি বলেন, শিক্ষা হবে বিনামূল্যে, শিক্ষার জন্য কেন পয়সা লাগবে। আমাদের ছেলেমেয়েরা বিদেশে যায়, কারণ আমরা তাদের জন্য এখনো কোনো আশার প্রদীপ জ্বালাতে পারিনি। আমাদের মানবাধিকারের আগে নাগরিকদের অধিকারের কথা বলতে হবে। মানবাধিকার নিশ্চিতের প্রথম শর্ত সবাইকে আইনের অধীনে থাকতে হবে।

বাংলা ভাষা সম্পর্কে তিনি বলেন, বাংলা ভাষা রাষ্ট্রের কোনো কাজেই ব্যবহার করা হয় না। বাংলা এখন আন্তর্জাতিক দিক থেকেও প্রায় বিলুপ্ত ভাষা। কিছুদিন আগে বিবিসি বাংলা রেডিও বন্ধ করে দিয়েছে। আমাদের উচিত আগে বাংলাদেশের সব কাজ বাংলায় হবে, এটা নিশ্চিত করতে হবে। সবকিছুর নাম বাংলায় করতে হবে। রাষ্ট্রভাষা যেহেতু বাংলা, আমাদের সব কিছু বাংলা হতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, শিক্ষক ও গবেষক ড. মোবাশ্বার হাসান, অভিনয়শিল্পী নওশাবা আহমেদ প্রমুখ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যাদের হাতে রক্ত লেগে আছে, যারা এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহায়তা করেছে, তাদের আগে বিচার করতে হবে। তা না হলে আমরা এই ইতিহাসকে ধারণ করতে পারব না, শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। এদের (আওয়ামী লীগ) মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং ওরা একটা বড় গল্প নিয়ে আসছে ৩ হাজার পুলিশ মারা গেছে, তাই আমরা এগুলো করেছি। এটাতেই তারা এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে মেরেছে সেটার বৈধতা দিচ্ছে। এই জায়গায় কোনো ধরনের ছাড় হবে না, এদের বিচার হবেই। যার হাতে রক্ত আছে তার আগে বিচার করতেই হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা আন্দোলনের সময় দেখেছি মিডিয়াগুলো সরকার, ডিজিএফআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী সংবাদ প্রচার করেছে। মিডিয়ার যে কালেক্টিভ প্রচারণা হওয়া দরকার ছিল সেটি আমরা দেখতে পাইনি। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে ২৪ পরবর্তী বাংলাদেশে আপনারা গণভবনমুখিতা থেকে বের হয়ে জনগণমুখী সাংবাদিকতা করবেন। সরকার যেটা শুনতে চায় সেটা প্রচার করা হচ্ছে প্রেস রিলিজ, যেটা শুনতে চায় না সেটা প্রচার করাই হচ্ছে নিউজ। আপনারা ফ্যাক্টকে তুলে ধরুন। মানুষের কথা তুলে ধরুন তাহলে আপনারা সবসময়ই প্রাসঙ্গিক থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১০

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১১

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১২

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৩

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৪

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

১৫

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

১৬

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

১৭

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...

১৮

জাতীয় নার্স কমিশন হতেই হবে : ফরহাদ মজহার

১৯

রাজধানীতে চলন্ত বাসে আগুন

২০
X