কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আগরতলা হামলার পর ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার

ভারতীয় দূতাবাসের সামনের সড়কে মঙ্গলবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি : সংগৃহীত
ভারতীয় দূতাবাসের সামনের সড়কে মঙ্গলবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি : সংগৃহীত

ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে ‘বাংলাদেশ সিভিল সোসাইটি’ নামে একটি সংগঠন। ৩ ডিসেম্বরের এই কর্মসূচি উপলক্ষে ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরের পর থেকে ঢাকার ভারতীয় দূতাবাসের আশপাশের রাস্তাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

বিশেষ করে শাহজাদপুর বাঁশতলা এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশ গুলশান বিভাগের অধীনে ভারতীয় দূতাবাস যাওয়ার সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। একইসাথে, দূতাবাসের নিরাপত্তায় সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পেছনে কারণ, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার ঘটনা। অভিযোগ, হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু সংঘর্ষ সমিতি’সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ওই হামলা চালান। এর প্রতিবাদে বাংলাদেশ সিভিল সোসাইটি ৩ ডিসেম্বর ভারতীয় দূতাবাস ঘেরাও করার ডাক দেয়।

এদিকে রাজধানীর বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাসগামী সড়কটি সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে, তবে স্থানীয় বাসিন্দারা পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারছেন।

এ বিষয়ে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ সাংবাদিকদের জানান, আগরতলায় হামলার ঘটনার প্রতিবাদে সিভিল সোসাইটির ডাকা কর্মসূচির জন্য আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। দূতাবাস এলাকায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সোমবার রাত থেকেই ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন নির্দেশনা দিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, আগরতলায় হামলার পর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে এবং বিশেষভাবে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালাচ্ছেন।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা আগামী কিছু দিন আরও বৃদ্ধি করা হবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর নজরদারি চালানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১০

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১১

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১২

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৩

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৪

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৫

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৬

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৭

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

১৮

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

১৯

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

২০
X