সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জবাবদিহিতার সংস্কৃতি গড়তে ডাটা জার্নালিজম অত্যন্ত প্রাসঙ্গিক : ইফতেখারুজ্জামান

দেশে প্রথমবারের মতো ডেটা জার্নালিজমের এই কর্মশালা আয়োজন করে টিআইবি। সৌজন্য ছবি
দেশে প্রথমবারের মতো ডেটা জার্নালিজমের এই কর্মশালা আয়োজন করে টিআইবি। সৌজন্য ছবি

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে ডাটা জার্নালিজমের চর্চা একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, বর্তমান যুগে এটি অত্যন্ত প্রাসঙ্গিকই নয় বরং ডাটা জার্নালিজমের চর্চা সাংবাদিকদের পেশাগতভাবে আরও দক্ষ করে তোলার পাশাপাশি সংবাদকেও আরও গ্রহণযোগ্য করে তুলবে।

শনিবার (২৯ ডিসেম্বর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘ওয়ার্কশপ অন ডেটা জার্নালিজম’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গাজীপুরের রাজেন্দ্রপুর ব্র্যাক সিডিএমে ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ ধরনের প্রশিক্ষণে ২৫ জন পেশাদার সাংবাদিক অংশ নেন। পরে সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়।

কর্মশালায় সাংবাদিকদের ডাটা বিশ্লেষণ, ডাটা সংগ্রহ এবং সঠিক পদ্ধতিতে তা উপস্থাপনের কলাকৌশল শেখানো হয়। আধুনিক কম্পিউটার টুলের ব্যবহার এবং ডাটা-নির্ভর গল্প তৈরির কৌশল নিয়ে বিস্তর আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা যে কাজগুলো করি সেগুলো সব সময়ই চ্যালেঞ্জিং এবং কঠিন। আমাদের মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু পেশাগত জায়গায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পেশাগত জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি তাহলে দুর্নীতি প্রতিরোধ করতে সক্ষম হব। আর পেশাগত মানদণ্ডের দিক থেকে কম্প্রোমাইজ (আপস) করা যাবে না। একবার কম্প্রোমাইজ করলে পরবর্তী সময়ে সেখান থেকে নিজেকে সরিয়ে আনা কঠিন হয়ে পড়ে।

দুর্নীতি প্রতিরোধে টিআইবি ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকবে বলেও জানান তিনি।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী এবং মাইক্রোসফট সার্টিফাইড প্রশিক্ষক আনোয়ার হোসেন ফকির। এছাড়া কর্মশালায় অনলাইনে যুক্ত ছিলেন ব্লুমবার্গের ডাটা সাংবাদিক নাজমুল আহসান।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন টিআইবির সহকারী সমন্বয়কারী কেএম রফিকুল আলম, রিফাত রহমান এবং ডেপুটি সমন্বয়কারী জাফর সাদিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  

নাটক নির্মাণে চিকন আলী 

ব্রিকসের দেশগুলোর ওপর আরও ১০ শতাংশ শুল্কের হুমকি

সংশোধনী প্রস্তাব আনছে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

কোনাল-আমিনুলের ‘আমার কি হও তুমি’ 

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির হুমকিতে ইউরোপীয় পণ্য, বিশ্ববাজারে অস্থিরতা

বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক

কেবিনে নেওয়া হয়েছে ফরিদা পারভীনকে

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রেস্ট হাউসে নারীকাণ্ডের সেই ওসি প্রত্যাহার

১০

মানবতাবিরোধী অপরাধের মামলা / শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আদেশের দিন ধার্য

১১

নতুন প্রধান নির্বাহী পেল আইসিসি

১২

রাফাল নিয়ে চীনের বিরুদ্ধে ফ্রান্সের বিস্ফোরক মন্তব্য

১৩

তিন বিভাগে অতি ভারি বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

১৪

ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়ছেন আনচেলত্তির ছেলে

১৫

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

১৬

মেসিকে ধরে রাখতে তার ‘বডিগার্ড’কে দলে নিতে চায় মায়ামি!

১৭

নির্বাচন হলে দেশ সঠিক পথে এগোবে : মির্জা ফখরুল

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

১৯

আল জাজিরার বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব, গাজায় যুদ্ধ কি থামবে?

২০
X