বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীর তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (১৬ আগস্ট) অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর অঞ্চলের আঞ্চলিক উপপরিচালকদের (মাধ্যমিক) কাছে এসব তথ্য চাওয়া হয়েছে।
মাউশি থেকে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বর্ষার অতিবৃষ্টির কারণে উজান থেকে পানি নেমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। এমতাবস্থায় তার (চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক) আওতাধীন জেলা/উপজেলায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্যাকবলিত থাকলে তার তথ্য এবং শিক্ষার্থীর তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের ই-মেইল [email protected] এ আগামী ২২ আগস্টের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
মন্তব্য করুন