এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। নতুন করে জ্বর আসেনি। আগে রক্তের হেমোগ্লোবিনের পরিমাণ কমে গেলেও এখন তা বেড়ে স্বাভাবিক মাত্রার কাছাকাছি এসেছে। লিভারজনিত রোগে শরীরে পানি বাড়লেও তার পরিমাণও কমেছে, তবে তা আশানুরূপ কমেনি। ডায়াবেটিসসহ অন্য জটিলতাগুলোও সাপোটিভ চিকিৎসা দিয়ে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য আজ শুক্রবার (১৮ আগস্ট) রাতে কালবেলাকে এসব তথ্য জানান।
মেডিকেল বোর্ডের ওই সদস্য বলেন, ‘ম্যাডাম কেবিনেই চিকিৎসা নিচ্ছেন। বোর্ড তাকে পর্যবেক্ষণে রেখেছে। প্রতিদিনই তার স্বাস্থ্যের একাধিক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। সে অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে চিকিৎসক বলেন, ‘লিভারের মতো জটিল সমস্যা তো আছেই। এটার আসলে শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়। বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে। এজন্য তাকে বারবার মাল্টি ডিসিপ্লিনারি হায়ার ডিজিজ সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
গত ৯ আগস্ট থেকে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য করুন