কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এ বছরের মধ্যে নির্বাচন চায় অস্ট্রেলিয়া

মিসেস বয়েড। ছবি : সংগৃহীত
মিসেস বয়েড। ছবি : সংগৃহীত

বাংলাদেশে ২০২৫ সালের মধ্যেই নির্বাচনের বিষয়ে গুরুত্বারোপ করেছেন অস্ট্রেলিয়া পার্লামেন্টের উচ্চকক্ষের এমপি মিসেস বয়েড।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেশটির সিনেট অধিবেশনে অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের বিপ্লবে (জুলাই অভ্যুত্থান) যারা গণহত্যাকারীদের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করুক, যাতে জনগণ সত্য, বিচার ও ক্ষতিপূরণ পায়।

এ সময় সভাপতি বরাবর কিছু প্রস্তাব তুলে ধরেন অস্ট্রেলিয়ান এমপি। মিসেস বয়েড বলেন, মাননীয় সভাপতি, আগামী অধিবেশন দিবসে আমি নিম্নলিখিত প্রস্তাব আনব—

১) এই সংসদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করে যে, (ক) ১৭ বছর ধরে বাংলাদেশের জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরশাসনের অধীনে ছিল, যা গুরুতর মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের দমন এবং নির্বাচনী জালিয়াতির মাধ্যমে পরিচালিত হয়েছে। ২০২৪ সালের মাঝামাঝি ছাত্র আন্দোলনের ফলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে সরকার পতিত হয় এবং আগস্ট ২০২৪ সালে হাসিনা দেশত্যাগ করেন।

(খ) হিউম্যান রাইটস ওয়াচ, রয়টার্স এবং জাতিসংঘের তথ্যানুসারে, এই বিক্ষোভের সময় ২,৭৩২ জনের বেশি মানুষ নিহত হয়েছে, ৩০,০০০-এর বেশি আহত হয়েছে এবং অন্তত ৩৯ শিশু প্রাণ হারিয়েছে। এই নৃশংসতা, পাশাপাশি ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত ‘মনসুন বিপ্লব’ গণহত্যায় হাজারো মানুষের মৃত্যুর ঘটনা, বিগত ১৭ বছরের দমনমূলক শাসনের প্রতিফলন, যেখানে রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং সাংবাদিক, কর্মী ও বিরোধী নেতাদের উপর নির্যাতন চালানো হয়েছে।

(গ) হাসিনা সরকারের আমলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা চরমভাবে দুর্বল হয়ে পড়ে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন ব্যাপক ভোট জালিয়াতি, ভয়ভীতি প্রদর্শন এবং কারসাজির কারণে আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির ফলে নির্বাচন ব্যবস্থার গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, যার ফলে সরকার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে নির্মূল করে কারচুপির মাধ্যমে ক্ষমতা ধরে রাখে।

(ঘ) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), একটি আধাসামরিক বাহিনী, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং নির্যাতনের সাথে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে র‌্যাবের হাতে ২,৬৯৯ জনের বেশি মানুষ অবৈধভাবে নিহত হয়েছে এবং এই বাহিনী সম্পূর্ণ দায়মুক্তি নিয়ে কাজ করে বিরোধী দল ও ভিন্নমতাবলম্বীদের আতঙ্কিত করেছে।

(ঙ) হাসিনা প্রশাসনের অধীনে বিচার ব্যবস্থা রাজনৈতিক প্রতিপক্ষ দমন, সমালোচকদের কারাবন্দি করা এবং সরকার-সমর্থকদের রক্ষা করার জন্য ব্যবহৃত হয়েছে। বিচারকদের পক্ষপাতিত্ব, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কঠোর আইন প্রয়োগ করে মত প্রকাশের স্বাধীনতা দমন করা হয়েছে, যা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দুর্বল করেছে।

(চ) বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকায় দেশটি গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন, যার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি, দুর্নীতি এবং অস্থিতিশীলতা। জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে সহায়তা করা গুরুত্বপূর্ণ, যাতে-ে • নির্বাচনী সংস্কারের জন্য কারিগরি সহায়তা ও পর্যবেক্ষণ প্রদান, • মানবাধিকার লঙ্ঘনের জন্য সাবেক সরকারকে জবাবদিহিতার আওতায় আনা, • অন্তর্বর্তীকালীন সরকার যাতে আরেকটি স্বৈরাচারী শাসনে পরিণত না হয়, তা নিশ্চিত করা।

(২) এই সংসদ গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশের জনগণের জাতীয় সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনে ফিরে যাওয়ার ওপর নির্ভরশীল।

(৩) এই সংসদ অস্ট্রেলিয়া সরকারকে আহ্বান জানায় যে, তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে—

(ক) মনসুন বিপ্লব গণহত্যার শিকারদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করুক, যাতে জনগণ সত্য, বিচার ও ক্ষতিপূরণ পায়।

(খ) অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুক, যা নিশ্চিত করবে : • অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণকৃত নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে এবং কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থাসহ একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হবে, • সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে, এবং • নির্বাচনী স্বচ্ছতা পুনরুদ্ধার করা হবে যাতে ভবিষ্যতে কারচুপি ও অস্থিতিশীলতা রোধ করা যায়।

(গ) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অবিলম্বে বিলুপ্ত করুক এবং : • বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনুক, • মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর স্বাধীন তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করুক, এবং • মানবাধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি পুনর্গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থা প্রতিষ্ঠা করুক।

(ঘ) বিচার ব্যবস্থার রাজনৈতিক অপব্যবহার বন্ধ করুক, যার মাধ্যমে- • বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা হবে এবং বিচারক নিয়োগ ও রায় প্রদানে রাজনৈতিক হস্তক্ষেপ দূর করা হবে, • বিরোধী নেতা, সাংবাদিক ও কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা পর্যালোচনা করে বাতিল করা হবে, এবং • ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কঠোর আইন বাতিল বা সংস্কার করা হবে যাতে এটি আন্তর্জাতিক মানবাধিকার মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

(ঙ) দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক, যার মাধ্যমে— • একটি স্বচ্ছ ও স্বাধীন দুর্নীতি দমন সংস্থা গঠন করে আগের সরকারের আর্থিক অনিয়ম তদন্ত করা হবে, • অর্থ আত্মসাৎ, মানিলন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে, এবং • সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি দূর করে জনসাধারণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না : পারভেজ মল্লিক

নির্বাচন নিয়ে ‘দুই-একটা পক্ষ ধোঁয়াশা’ সৃষ্টি করছে : সালাহউদ্দিন

শেখ হাসিনা হিন্দু-মুসলিম কারও স্বার্থ রক্ষা করেনি : জয়ন্ত কুন্ডু

হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার উদ্বোধন

অনলাইনে প্রোপাগান্ডা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিপি প্রার্থী আবিদুলের 

ভিপি প্রার্থী হয়ে রাকসুতে ইতিহাস গড়লেন তাসিন

সব ফরম্যাটে এক অধিনায়কের পথে হাঁটছে বিসিসিআই

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৫৭ শিক্ষার্থী

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬

রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

১০

রোডম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই ইসিকে জনআস্থা অর্জন করতে হবে : সাইফুল হক 

১১

ডায়াবেটিস রোগীদের রুটি খাওয়া ভালো না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

১২

ইসরায়েলি সেনাপ্রধানকে থামতে বললেন নেতানিয়াহু

১৩

যুক্তরাষ্ট্র-রাশিয়ার ফাঁদে পা দেবে না চীন

১৪

অনির্বাচিত সরকারের কাছে কোনো প্রত্যাশা নেই : আমীর খসরু

১৫

রোদে গাঁজা শুকাতে দিয়ে ধরা হারুন

১৬

চাঁদপুরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ও শ্রেণিকক্ষে শিক্ষকদের মোবাইল ফোন নিষিদ্ধ

১৭

ডাচদের বিপক্ষে শামীম-ইমনকে খেলানো নিয়ে যা বললেন সিমন্স

১৮

নীল ওয়েবসাইটে ইতালির প্রধানমন্ত্রীর ছবি, অতঃপর...

১৯

ভুটানের বিপক্ষে ড্রয়ে শিরোপার স্বপ্ন ফিকে বাংলাদেশের

২০
X