ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সব শহিদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) বাদ জুমা হল মসজিদে শহিদদের আত্মার শান্তি কামনা করে হাফেজেরা খতমে কোরআন সম্পন্ন করেন। এরপর বাদ আসর অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুল হক, উপদেষ্টা পরিষদ সদস্য কায়কোবাদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান নূর ইয়ার চৌধুরী টিটু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শেখ নবীরুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক মো. আলী আকবর, প্রকাশনা সম্পাদক মো. জাহিদ আলম মোল্লা, অনুষ্ঠান সম্পাদক মো. নূরুল হক সজীব, আজীবন সদস্য মাসুদ খান প্রমুখ।
মন্তব্য করুন