আগামী বছরের ফুটবল বিশ্বকাপের টিকিটের দৌড় এখন শেষ বাঁকে। মঙ্গলবারের ম্যাচগুলো শেষে আরও অন্তত পাঁচটি দল ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারে। আফ্রিকা মহাদেশে নির্ধারিত হবে শেষ তিনটি সরাসরি জায়গা, এশিয়া পাবে আরও দুটি নতুন প্রতিনিধি, আর ইউরোপেও সুযোগ আছে পর্তুগাল ও ইংল্যান্ডের আগাম যোগ্যতা অর্জনের।
আফ্রিকার বাছাইয়ে ইতোমধ্যে নিশ্চিত হয়েছে ছয় দল— কেপ ভার্দে, ঘানা, আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিশিয়া। শেষ তিন স্পটের লড়াই এখন জমে উঠেছে গ্রুপ বি, সি ও এফে।
আফ্রিকার উত্তাপ
গ্রুপ বি-তে এগিয়ে আছে সেনেগাল (২১ পয়েন্ট)। মউরিতানিয়ার বিপক্ষে জিতলেই তাদের টানা চতুর্থ বিশ্বকাপ নিশ্চিত। ড্র করলেও চলবে, যদি না কঙ্গো (১৯ পয়েন্ট) সুদানের বিপক্ষে জয় পায়।
গ্রুপ সি হলো পুরো আফ্রিকার সবচেয়ে জটিল সমীকরণের গ্রুপ। এখানে এখনো টিকে আছে তিন দল— বেনিন (১৭ পয়েন্ট), দক্ষিণ আফ্রিকা (১৫) এবং নাইজেরিয়া (১৪)। নাইজেরিয়া ও বেনিন মুখোমুখি, আর দক্ষিণ আফ্রিকা খেলবে রুয়ান্ডার বিপক্ষে। বেনিন ড্র করলে দক্ষিণ আফ্রিকাকে জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে।
গ্রুপ এফ-এ এগিয়ে আইভরি কোস্ট (২৩ পয়েন্ট), তাদের পিছনে গ্যাবন (২২ পয়েন্ট)। আইভরিদের প্রতিপক্ষ কেনিয়া, আর গ্যাবন খেলবে বুরুন্ডির বিপক্ষে।
এশিয়ায় শেষ দুই টিকিটের খেলা
এশিয়ার আটটি সরাসরি স্পটের মধ্যে ছয়টি নিশ্চিত— ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও জর্ডান। বাকি দুটি নির্ধারিত হবে আজ রাতেই।
গ্রুপ এ-তে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সরাসরি লড়াই। ইউএই কেবল এক পয়েন্ট পেলেই যাবে বিশ্বকাপে, আর কাতারের সামনে একটাই রাস্তা— জয়।
গ্রুপ বি-তে সৌদি আরব ও ইরাক সমান ৩ পয়েন্টে। তবে গোল ব্যবধানে এগিয়ে সৌদি দল, জেদ্দায় ড্র করলেই বিশ্বকাপ নিশ্চিত করবে তারা।
ইউরোপে আগাম আনন্দের সম্ভাবনা
ইউরোপীয় বাছাই এখনো প্রাথমিক পর্যায়ে, কিন্তু দুটি দল আজই আনন্দে মাততে পারে— পর্তুগাল ও ইংল্যান্ড।
গ্রুপ এফ-এ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পর্তুগাল আজ রাতে লিসবনের হোসে আলভালাদে মুখোমুখি হবে দ্বিতীয় স্থানের হাঙ্গেরির সঙ্গে। জিতলে এবং আর্মেনিয়া যদি আয়ারল্যান্ডের বিপক্ষে না জেতে, তাহলে রোনালদোরা নিশ্চিত করে ফেলবে বিশ্বকাপ।
গ্রুপ কে-তে ইংল্যান্ডের সামনে আরও সহজ সমীকরণ— লাতভিয়ার বিপক্ষে জয়ই যথেষ্ট। কেইনের নেতৃত্বে এখন পর্যন্ত ৫ ম্যাচে ১৫ পয়েন্টে নিখুঁত রেকর্ড ধরে রেখেছে থ্রি লায়ন্স।
বিশ্বকাপ ২০২৬ – এক নজরে
তিন মহাদেশজুড়ে (কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো) অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে থাকছে ৪৮ দল। উদ্বোধন ১১ জুন, ফাইনাল ১৯ জুলাই।
এখন পর্যন্ত নিশ্চিত দলগুলো:
চোখ রাখুন মঙ্গলবার রাতেই— কারণ রোনালদোদের পর্তুগাল ও কেনদের ইংল্যান্ড যোগ দিতে পারে ২০২৬ বিশ্বকাপের টিকিটধারীদের দলে।
মন্তব্য করুন