কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামানের পরিচয়

ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত
ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী।

সোমবার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

তিনি এখন প্রতিমন্ত্রী পদমর্যাদার পদে দায়িত্ব পালন করবেন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। অর্থ উপদেষ্টাকে সহায়তা করার মাধ্যমে অর্থনৈতিক নীতিনির্ধারণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এ ছাড়াও ড. আনিসুজ্জামান সরকারের বিভিন্ন পর্যায়ে পরামর্শদাতা হিসেবেও কাজ করবেন।

ড. আনিসুজ্জামান চৌধুরীকে এই পদে নিয়োগ দেওয়ার ফলে সরকারের নিয়ম মোতাবেক তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা লাভ করবেন।

ড. আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। সত্তরের দশকে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

এরপর আশির দশকে তিনি কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পরে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে অধ্যাপনা শুরু করেন।

বর্তমানে, ড. আনিসুজ্জামান চৌধুরী ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড সাইকোলজি এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স অ্যাকাডেমি, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের স্কুল অব বিজনেসে অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

ড. চৌধুরী ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত জাতিসংঘের শীর্ষ পদে নিউইয়র্ক এবং ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ করেছেন।

তার অধ্যাপনা কার্যক্রম সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড (অস্ট্রেলিয়া) এবং ইউনিভার্সিটি অব ম্যানিটোবা (কানাডা)-তে বিস্তৃত ছিল।

এ ছাড়া অর্থনীতি এবং ম্যাক্রো-ডেভেলপমেন্ট বিষয়ে ড. আনিসুজ্জামান চৌধুরী অনেক গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। তিনি পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ব্যাপক গবেষণা করেছেন।

তার পেশাগত অবদানের জন্য তিনি বহু আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছেন এবং জার্নাল অব দ্য এশিয়া প্যাসিফিক ইকোনমির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে (১৯৯৫-২০০৮) কাজ করেছেন।

বর্তমানে, তিনি ওই জার্নালের সম্পাদকীয় পরিষদের সহসম্পাদক হিসেবে কাজ করছেন। এ ছাড়া, তিনি ইকোনমিক অ্যান্ড লেবার রিলেশনস রিভিউর সম্পাদকীয় পরিষদেরও সদস্য।

অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ড. আনিসুজ্জামানের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন। তার গবেষণা ও বিশ্লেষণ দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হয়েছে।

এ ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার আগে ড. আনিসুজ্জামান একাধিক সরকারি-বেসরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভর্তির পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ

নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানালেন নাহিদ ইসলাম

মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির আট নির্দেশনা

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

বিচার চলাকালীন আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে : নাহিদ ইসলাম

‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই’

স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ 

‘সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন’ ড. ইউনূসকে মির্জা ফখরুল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বদলে গেল উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি

১০

শুরু হয়েছে ‘মুক্ত সুরের ছন্দ’

১১

কোকা কোলা বর্জন শুরু করেছে ইউরোপের এক দেশ

১২

সিটি করপোরেশন এলাকাগুলোতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

১৩

হার্ভার্ডে মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা চরমে, ঝুঁকিতে ইহুদি শিক্ষার্থীরাও

১৪

পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা হয়নি ৬ পরিবারের

১৫

আ.লীগ আর কোনোভাবেই রাজনীতি করতে পারবে না : সারজিস

১৬

রাষ্ট্রদ্রোহ মামলা / চিন্ময় দাসের জামিনের স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা

১৮

সাংবাদিকতা ও মত প্রকাশ রোধের পুনরাবৃত্তি হচ্ছে : এমএসএফ

১৯

২ ঘণ্টায় লিখা হয় ‘তোমার ব্যথায় আমি’ 

২০
X