কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সিগারেট করকাঠামোয় সংস্কারে রাজস্ব বাড়বে

কর্মশালায় বক্তারা। ছবি : সংগৃহীত
কর্মশালায় বক্তারা। ছবি : সংগৃহীত

সিগারেট করকাঠামোয় সংস্কার করলে রাজস্ব বাড়বে ২০ হাজার কোটি বাড়বে। এছাড়া দরিদ্র জনগোষ্ঠী ধূমপান ছাড়তে উৎসাহিত হবে বলেছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ও গতকাল বুধবার (১২ মার্চ )রাজধানীর বাংলামোটরে বিআইপি কনফারেন্স রুমে দুই দিনব্যাপী অনুষ্ঠিত তামাক কর ও মূল্য পদক্ষেপ: বাজেট ২০২৫-২৬ শীর্ষক সাংবাদিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, সিগারেটে চারটি মূল্যস্তর (নিম্ন, মধ্যম, উচ্চ এবং প্রিমিয়াম) থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করছে না। বিশেষ করে নিম্ন এবং মধ্যম স্তরের সিগারেটের দাম কাছাকাছি হওয়ায় ভোক্তা যে কোনো একটি স্তরের সিগারেট বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে দাম বাড়ানো হলে দরিদ্র জনগোষ্ঠী এবং তরুণ প্রজন্ম ধূমপানে নিরুৎসাহিত হবে। একই সঙ্গে, তামাকখাতে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

এতে বলা হয়, বাংলাদেশে তামাকপণ্য অত্যন্ত সস্তা এবং নিত্যপণ্যের তুলনায় এগুলো আরও সস্তা হয়ে পড়ছে। কৃষি বিপণন অধিদপ্তর থেকে প্রাপ্ত সাতটি মহানগরীর (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল এবং রংপুর) নিত্যপণ্যের গড় খুচরা মূল্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২১ সালের (৪ জুলাই) তুলনায় ২০২৩ সালে (৪ জুলাই) খোলা চিনির দাম বেড়েছে ৮৯ শতাংশ, আলু ৮৭ শতাংশ, খোলা আটা ৭৫ শতাংশ, পাঙ্গাস মাছ ৪৭ শতাংশ, ডিম ৪৩ শতাংশ, সয়াবিন তেল ৩৪ শতাংশ, গুঁড়ো দুধ ৩০ শতাংশ, এবং ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২৭ শতাংশ। অথচ একইসময়ে বিভিন্ন স্তরের সিগারেটের দাম বেড়েছে মাত্র ৬ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত। ফলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী এই ক্ষতিকর পণ্য ব্যবহারে বিশেষভাবে উৎসাহিত হচ্ছে।

আসন্ন বাজেটে তামাকপণ্যের কর ও মূল্যবৃদ্ধি সংক্রান্ত যেসব প্রস্তাব কর্মশালায় তুলে ধরা হয় সেগুলো হচ্ছে, নিম্ন স্তর এবং মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৯০ টাকা নির্ধারণ করা, উচ্চ স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৪০ টাকায় অপরিবর্তিত রাখা এবং প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৯০ টাকা নির্ধারণ করা। সিগারেটের খুচরা মূল্যের ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখা।

ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ২৫ টাকা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা। প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৫৫ টাকা এবং ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা। এছাড়া সব তামাকপণ্যের খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং এক শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখা।

কর্মশালায় জানানো হয়, তামাকবিরোধীদের কর ও মূল্য প্রস্তাব বাস্তবায়ন করা হলে ধূমপান কমার পাশাপাশি ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে প্রায় নয় লাখ তরুণসহ মোট ১৭ লাখের অধিক মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের সিটি এডিটর কাওসার রহমান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান, আত্মা’র কনভেনর লিটন হায়দার, কো-কনভেনর নাদিরা কিরণ ও মিজান চৌধুরী, প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, মো. হাসান শাহরিয়ার প্রমুখ।

গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত দুটি কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত

রাবিতে কনসার্ট বাতিল করল আর্টসেল, নেপথ্যে ছাত্রলীগের হুমকি?

পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের হুঁশিয়ারি

নেইমারের ভিলায় বাজল অ্যাশেজের গান

ইউক্রেনের হয়ে চুক্তি করতে আসিনি : ট্রাম্প

যারা বিলম্বে নির্বাচন চায়, তারা দেশের মঙ্গল চায় না : সালাম আজাদ 

কবুতরও ‘দুধ’ দেয় কিন্তু কীভাবে

ধোনিকে নিয়ে গুরুতর অভিযোগ শেবাগের

ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ, সপ্তাহে দুদিন ছুটি

সৈকতে নেমেছিলেন চার বন্ধু, ঢেউয়ে ভেসে একজনের মৃত্যু

১০

সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে গিয়ে দুর্ঘটনার কবলে প্রধান নির্বাহী

১১

দিল্লিতে মুঘল সম্রাটের সমাধিস্থলে ভবন ধস, নিহত ৫

১২

জানুন মাথাব্যথার যত ধরন

১৩

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

১৪

জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নেবেন ৩ বাহিনী প্রধান

১৫

পানিবন্দি পুরো এলাকা, মরদেহ দাফনে চরম সংকট

১৬

খালেদা জিয়ার জন্মদিনে পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার খাবার বিতরণ

১৭

১৫ আগস্টের গণভোজ খেতে গিয়ে আটক ৩

১৮

সীমান্তে ভারতীয় মদসহ বিপুল চোরাই পণ্য জব্দ

১৯

থাইরয়েডের সমস্যায় ভুগছেন, বুঝবেন যেসব লক্ষণে

২০
X