শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন : টিআইবি

জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করুন, এখনই!’ শীর্ষক মানববন্ধনে কথা বলেন  ইফতেখারুজ্জামান। ছবি : কালবেলা
জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করুন, এখনই!’ শীর্ষক মানববন্ধনে কথা বলেন ইফতেখারুজ্জামান। ছবি : কালবেলা

ঢাকা মহানগর পুলিশ (ডিএম‌পি) ক‌মিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধের সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বক্তব্যের মাধ্যমে তিনি বাস্তবে ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছেন বলে মনে করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি বলেছেন, বিষয়টি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। তার এই বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত, প্রত্যাহার করা উচিত।

দেশজুড়ে নারী ও শিশু নিপীড়ন, ধর্ষণের প্রতিবাদে রোববার (১৬ মার্চ) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করুন, এখনই!’ শীর্ষক মানববন্ধনে ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘যে প্রতিষ্ঠানের ওপরে নারীদের নিরাপত্তার সবচেয়ে বেশি নিশ্চিত করা বা নারীর অধিকার হরণের প্রতিরোধ করার দায়িত্ব, সেই আইনপ্রয়োগকারী সংস্থা তথা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলেন ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য, গণমাধ্যম- আপনাদেরকে যখন অনুরোধ করে তখন আমাদের অবাক হতে হয়। তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছেন। এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। তার এ বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত, প্রত্যাহার করা উচিত।’

তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে যারা থাকে, তাদের আচরণে, কথাবার্তায়, চর্চায় কিন্তু আমরা নারীবান্ধব অবস্থা দেখতে পাই না। খুবই দুঃখজনক বিষয়। এই ধরনের পুলিশ কর্মকর্তা যখন একটি প্রতিষ্ঠানে আছেন, প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে বক্তব্য দিয়েছেন, তাতে যদি প্রতিষ্ঠানের চর্চার বা সংস্কৃতির প্রতিফলন এমন হয়, তাহলে আমাদের বাধ্য হয়ে বলতে হবে আমাদের শুধু কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সেখানে চর্চার কোনো পরিবর্বতন হয়নি। বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থার অভ্যন্তরে দায়িত্বশীল অবস্থানে যারা আছেন তারা যদি এ ধরনের কথাবার্তা বলতে থাকেন এবং গণমাধ্যম যদি তা মেনে নেয়, তাহলে আমি মনে করব তারা রাষ্ট্রকে ভিন্ন খাতে ধাবিত করছে।’

ডিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাহার করে গণমাধ্যম কর্মীদের ধর্ষণের খবর বেশি করে প্রচার করার আহ্বান জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘একইসাথে তিনি (ডিএমপি কমিশনার) আবার গণমাধ্যমকে বলেছেন কম করে ধর্ষণের সংবাদ প্রকাশ করার জন্য। এই ধরনের ঔদ্ধত আচরণ, এই ধরনের অগ্রহণযোগ্য আচরণ কোনো অবস্থায় একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে প্রত্যাশিত নয়। গণমাধ্যমকর্মীদের আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা তার কথা প্রত্যাখ্যান করুন। ধর্ষণ যখন ঘটবে অত্যন্ত জোরালোভাবে সেটা প্রচার করুন।’

মাগুরার শিশু ধর্ষণ ও মৃত্যুর ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবাই অত্যন্ত ক্ষুব্ধ, ব্যথিত আমরা রাগান্বিত।… বাংলাদেশে যে ঘটনা শুরু হয়েছে বিশেষ করে নারী, কন্যা শিশু ধর্ষণের মাধ্যমে… আমরা এর প্রতিকার চাই।’

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সূত্র ধরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি, সেখানে প্রতিটি পদে নারীর প্রতি বৈষম্য; এটা কিভাবে সহ্য করা যায়? এটা সহ্যের বাইরে চলে গেছে কাজেই এই আন্দোলনটাকে আরও জোরাল করতে হবে। এখানে অবশ্যই সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সরকারের দায়িত্বের মধ্যে এটা। সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, আইন সংস্কার হচ্ছে, ধর্ষণের দ্রুত বিচারের জন্য আইন সংস্কার হচ্ছে। কিন্তু এই সংস্কার যেন এককভাবে না হয়, যারা নারী অধিকার নিয়ে কাজ করছে, তাদেরকে সংম্পৃক্ত করে খসড়া তৈরি যেন করা হয়। যাতে নারী ধর্ষণ প্রতিরোধে কার্যকর আইনটি হয়। একপাক্ষিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো আইন তৈরি করবে, এটা আমরা সহ্য করব না।’

টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের সহকারী সমন্বয়ক সাইমুম মৌসুমী পরিচালনায় অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের নির্বাহী পরিচালক শামসুল হুদাসহ অনেকে মানববন্ধনে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গতকাল শনিবার (১৫ মার্চ) এক অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানান। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি দুইটা শব্দ খুব অপছন্দ করি, আমি অনুরোধ করব এই দুইটা শব্দ বলবেন না। একটা ভুলে গেলাম, একটা এবার বলি। সেটা হলো- ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ। আমাদের শুনতে খুব খারাপ লাগে। আপনারা ‘নারী নির্যাতন’ বলবেন, নারী ‘নিপীড়ন’ বলবেন। আমাদের যে আইনটি আছে এটাও ‘নারী ও শিশু নির্যাতন’, ‘এখানেও কোনো এ ধরনের শব্দ…মূল হেডিং ‘নারী ও শিশু নির্যাতন আইন’। সো যে শব্দগুলা শুনতে খারাপ লাগে আমরা না বলি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১০

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১১

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১২

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৩

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৪

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৫

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১৬

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

১৭

বেওয়ারিশ কুকুরের প্রতি সামিনের ‘অদ্ভুত’ ভালোবাসা

১৮

ডিসেম্বরেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি : সারজিস

১৯

দেশে এল তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

২০
X