রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অন্যতম সংগঠন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস) তাদের গৌরবময় চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার (১৩ মে) এ উপলক্ষে সমিতির নিজস্ব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১৩ মে) সকালে কলেজের শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক, আজকের পত্রিকার হেড অব এডুকেশন আব্দুল রাজ্জাকসহ বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, এক নিঠুর কাকলী মুখোপাধ্যায়ের স্বপ্ন ভঙ্গ নয়, আজ তা পূরণ হয়েছে। একুশে পদকপ্রাপ্ত মাহমুদুর রহমানসহ দেশের খ্যাতিমান সাংবাদিকদের পাশে বসতে পেরে আমি গর্বিত। সোকসাসের সদস্যরা যেভাবে নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। তাদের পেশাদারিত্ব ও নৈতিকতা আমাদের অনুপ্রেরণা জোগায়। কলেজ প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।
প্রধান আলোচক মাহমুদুর রহমান বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। কিন্তু বর্তমান সরকার এ স্তম্ভকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তোমরা যারা ভবিষ্যৎ সাংবাদিক, তাদের জন্য একাডেমিক শিক্ষার বিকল্প নেই। বাংলা-ইংরেজিসহ সব ধরনের জ্ঞান অর্জনের পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার সাহস থাকতে হবে। কলেজজীবন থেকেই দায়িত্বশীল সাংবাদিকতা শেখা গেলে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়া সম্ভব।
বিশেষ আলোচক শহিদুল ইসলাম বলেন, সাংবাদিকতা মানেই দায়িত্ব ও বস্তুনিষ্ঠতা। ভালো সাংবাদিকতার ভিত্তি তৈরি হয় ক্যাম্পাস থেকেই। সোকসাস ইতোমধ্যে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকতা শুধুই পেশা নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। তরুণরা যদি এই মূল্যবোধ নিয়ে এগিয়ে আসে, তবে গণমাধ্যম আরও শক্তিশালী হবে।
সোকসাসের সভাপতি ইয়াসিন মোল্লা বলেন, গত তিন বছরে আমরা তথ্যভিত্তিক সাংবাদিকতা, শিক্ষামূলক প্রতিবেদন ও ক্যাম্পাস ইস্যুতে কাজ করেছি। আজ আমাদের নিজস্ব কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সেই পথচলা আরও সুদৃঢ় হলো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ এবং তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রতিনিধি সদস্যরা। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান সাংবাদিক সদস্য, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের শেষপর্বে কেক কেটে সোকসাসের ৩য় বর্ষপূর্তি উদযাপন এবং চতুর্থ বর্ষে পদার্পণের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, সোকসাস প্রতিষ্ঠার পর থেকে তথ্য চর্চা, শিক্ষামূলক প্রতিবেদন ও সচেতনমূলক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন কার্যালয়ের মাধ্যমে সংগঠনটি আরও সংগঠিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
মন্তব্য করুন