কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্টের সহযোগীদের লাইসেন্স বাতিল না করলে বিটিআরসি ঘেরাওয়ের হুমকি

‘ফ্যাসিস্টবিরোধী জুলাই নেটওয়ার্ক’ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। ছবি : কালবেলা
‘ফ্যাসিস্টবিরোধী জুলাই নেটওয়ার্ক’ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। ছবি : কালবেলা

এক সপ্তাহের মধ্যে ফ্যাসিবাদের সহযোগীদের লাইসেন্স বাতিল না করা হলে বিটিআরসি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, আওয়ামী লীগের শিথিলতা দেশের জন্য এক ভয়ানক সংকট ডেকে এনেছে। বিটিআরসি ও সংশ্লিষ্ট অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে জনগণের ওপর নজরদারি চালিয়ে এসেছে, যা ফ্যাসিস্ট ক্ষমতার প্রত্যক্ষ সহযোগিতা।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার (১৬ মে) ‘ফ্যাসিস্টবিরোধী জুলাই নেটওয়ার্ক’ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেন তিনি। বিটিআরসিকে আওয়ামী স্বৈরাচার মুক্ত করতে এদিন প্রতিবাদ সমাবেশ আয়োজন করে সংগঠনটি।

তথ্যপ্রযুক্তি খাতে ফ্যাসিবাদী সহযোগীদের বিচারে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক সপ্তাহ সময় দিয়েছেন কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার।

তিনি বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে বিটিআরসিকে ঘিরে কর্মসূচি ঘোষণা করা হবে।

ফরহাদ মজহার বলেন, যে ফ্যাসিস্ট শাসন আমরা অতিক্রম করেছি, তার প্রযুক্তিগত অবকাঠামো ও নিয়ন্ত্রণব্যবস্থা এখনো বহাল রয়েছে। ব্যবসা, যোগাযোগ এবং প্রযুক্তির প্রতিটি স্তরে সেই কর্তৃত্ববাদী ছায়া স্পষ্টভাবে বিদ্যমান। এটি মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট শক্তি হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়ে থাকে, তাহলে তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে যেগুলো বিটিআরসির অনুমোদনে পরিচালিত, সেগুলোর লাইসেন্সও বাতিল করতে হবে। অন্যথায় জনগণ সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করবে।

হুঁশিয়ারি উচ্চারণ করে ফরহাদ মজহার বলেন, আমরা অপেক্ষা করব মাত্র সাত দিন। এর মধ্যে যদি কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা বিটিআরসির সামনে অবস্থান কর্মসূচি পালন করব এবং তখন লিখিত আদেশ হাতে নিয়েই মাঠ ছাড়ব।

সমাবেশে আরও বক্তব্য দেন কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল, লেখক জাহিদ জগৎ, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, গণআকাঙ্ক্ষা মঞ্চের প্রতিনিধি আব্দুল মজিদ অন্তর, জুলাই নেটওয়ার্কের আহ্বায়ক মো. আবুল কাশেম, লেখক উদয় হাসান, সফটওয়্যার প্রকৌশলী জাহিদুল ইসলাম নাহিদ এবং রাজনৈতিক কর্মী দেলোয়ার হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বিক্ষোভ দমনে ছোড়া হচ্ছে তাজা গুলি, হাজারেরও বেশি নিহতের শঙ্কা

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

১০

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

১১

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

১২

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

১৩

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

১৪

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১৫

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১৬

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১৭

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৮

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৯

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

২০
X