কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নুসরাত ফারিয়া কেন গ্রেপ্তার, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত

অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে পূর্বে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাত ফারিয়ার নামে তদন্ত হচ্ছে। নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেপ্তার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়- এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় জাহাঙ্গীর আলম জানান, এবার ঈদুল আজহায় কোরবানির গরুর গাড়ি কোনো রাস্তায় নামাতে পারবে না, সরাসরি হাটের মধ্যে নামাতে হবে। প্রতিটি হাটে ৭৫ জন করে আনসার বাহিনীর সদস্য থাকবেন। ঈদের আগে এবং পরের তিন দিন বাল্ক (বৃহৎ আকারের পণ্য বা মালপত্র বহনের যান) চলাচল বন্ধ থাকবে। এমনকি রাতেও বাল্ক চলাচল বন্ধ থাকবে।

তিনি জানান, সব গার্মেন্টস শ্রমিকদের বোনাস চলতি মাসের মধ্যেই পরিশোধ করতে হবে, এবং আগামী ১ জুন থেকে ৩ জুনের মধ্যে সকল মালিককে বেতন পরিশোধ সম্পন্ন করতে হবে। অযৌক্তিক দাবিতে রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে, রোববার (১৮ মে) দুপুরে ব্যাংকক যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ইমিগ্রেশনে বাধার মুখে পড়েন নুসরাত ফারিয়া। এরপর বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়, রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা আন্দোলন দমনে আর্থিক সহায়তা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ অক্টোবর দেশে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া এবং ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পালিয়ে ভারতে চলে যান। সেদিন থেকে এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বাসে পড়ল ইরানি মিসাইল

দেশে জ্বালানির দাম বাড়ানোর চিন্তা নেই : অর্থ উপদেষ্টা

গলে তিন উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

আইআরজিসির সদর দপ্তরের নতুন প্রধানও নিহত

ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম, ক্যানসারের লক্ষণ নয় তো

৫ রাজাকারকে দা দিয়ে কোপানো বীর মুক্তিযোদ্ধা সখিনা মারা গেছেন  

ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা চালাল ইরান

দুবাই / কমেছে স্বর্ণের দাম, কত টাকা ভরি আজ

বৃষ্টিতে স্লিপ করছিল চাকা, থেমে থেমে গেল মধুমতি ট্রেন

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

১০

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

ইরানের পারমাণবিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার বোমা আছে শুধু যুক্তরাষ্ট্রে

১২

নাগরিকদের সরাতে কিছুই করতে পারছে না মার্কিন দূতাবাস

১৩

রোহিঙ্গা ক্যাম্পে তরুণকে গুলি করে হত্যা

১৪

মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের বৈঠক

১৫

সীমান্তে ভারতীয় যুবক আটক, সঙ্গে ছিল মদ

১৬

‘মিস্টার ট্রাম্প, আমরা কারা জানতে কারবালার ইতিহাস পড়ুন’

১৭

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি

১৮

হঠাৎ মোটরসাইকেলে বিষধর সাপ, এরপর যা ঘটল 

১৯

গরমে বিপর্যস্ত ক্লাব বিশ্বকাপ, মাঠে নেমেই বিপাকে ফুটবলাররা

২০
X