কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৪:০৭ পিএম
আপডেট : ১৯ মে ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির ‘দ’-ও বদলায় নাই : রিফাত

রাফে সালমান রিফাত। ছবি : সংগৃহীত
রাফে সালমান রিফাত। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের সরকারের আমলে দুর্নীতির ‘দ’-ও বদলায় নাই বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত।

সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘গণঅভ্যুত্থানের সরকারের আমলেই মাসখানেক আগে একজন সাব-রেজিস্ট্রার বদলি হয়েছে ২ কোটি টাকা লেনদেনের মাধ্যমে। আমার কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে। সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছিও। এটা হচ্ছে বিদ্যমান কালচারের একটা ছোট্ট নমুনা। দুর্নীতির ‘দ’-ও বদলায় নাই। আর আমরা নাকি বিরাট বিপ্লব করে ফেলছি!’

এদিকে আওয়ামী লীগের আমলের সব নির্বাচনই অবৈধ বলে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১৯ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলা হয়েছে।

পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের আমলের সব নির্বাচনই অবৈধ। এটা যারা স্বীকার করে না, তারাই ফ্যাসিবাদের সুবিধাভোগী।’

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপিএর সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে। এ সময় নগরবাসীর ভোগান্তি নিরসনে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফর বিষয়ে তিনি বলেন, সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে যাতে খেলা না হয় এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান অ্যামবেসির সঙ্গে যোগাযোগ চলছে।

এক পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, উচ্চ আদালতে বিচারাধীন এবং আইনি জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি করপোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়াসহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও লেখেন, এসব জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগের শপথ দিতে কোনো সমস্যা নেই। তবে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না! আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ করছে, কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরাই কর্মসূচি বাস্তবায়ন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ২০ লাখ ফিলিস্তিনি ‘অনাহারে’ : ডব্লিউএইচও প্রধান

নেতানিয়াহুর নতুন ঘোষণার পর গাজা নিয়ে সব আশা কি শেষ?

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ভারতের রপ্তানিতে নিষেধাজ্ঞা : বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক

চীনা পর্যটন দিবস উদযাপন করল চীনা দূতাবাস ও আটাব

আনচেলত্তির ব্রাজিল অধ্যায় শুরুর আগেই চমক, দলে ফিরছেন নেইমার

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা বাসিত 

চলন্ত ট্রেনের দরজার বাইরে ঝুলছিল মতিউর, নেপথ্যে কী?

আ.লীগ কার্যালয়ে আরও বড় ব্যানার জুলাই যোদ্ধাদের

সিরিজে ফিরতে আশাবাদী অঙ্কনরা

১০

ক্ষমা চাইলেন ইশরাক

১১

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

১২

পুরোনো মডেলেই হচ্ছে নতুন বাজেট : আমীর খসরু

১৩

জিপিওর সম্পদ সুরক্ষায় সমাবেশ 

১৪

জীবন বাঁচাতে মাঝ নদীতে ঝাঁপ দিলেন ট্রলারের যাত্রীরা

১৫

বামন দম্পতির আক্ষেপ / ‘অনেক কষ্টে মা হয়েছি ঠিকই, সন্তানের দুধ কেনার টাকা নেই’

১৬

ইমরানকে যেভাবে সরানো হয়েছিল, একইভাবে শেহবাজকে সরাতে চায় পিটিআই

১৭

হাসনাত আব্দুল্লাহকে কুমিল্লা বিএনপির আলটিমেটাম

১৮

একই দিনে ২৩ নিয়োগ পরীক্ষা, বিপাকে চাকরিপ্রার্থীরা

১৯

৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দীন, সম্পাদক জুয়েল

২০
X