জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুদক। ছবি : কালবেলা
শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুদক। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে অনিয়মের তথ্য পেয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে রোগী সেবার প্রতিটি ক্ষেত্রে নানা গাফিলতি ও দুর্নীতির চিত্র উঠে আসে।

দুদকের মাদারীপুর-শরীয়তপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আকতারুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের দল হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। তারা কর্মকর্তাদের কাছ থেকে নথিপত্র সংগ্রহ করে। অভিযানের সময় রোগী ও স্বজনদের সঙ্গেও কথা বলেন। অভিযান শেষে দুদক জানায়, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে সেবা প্রদানে অনিয়ম, উন্নয়নমূলক প্রকল্পে দুর্নীতি ও দায়িত্বহীনতার অভিযোগ ছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে— ভর্তি রোগীদের জন্য বরাদ্দকৃত তিনবেলা খাবার নিয়মিত সরবরাহ করা হয়নি। দেওয়া হচ্ছে সকালের নাশতা আর দুপুরবেলা ভাত। অনেক রোগী অভিযোগ করেছেন, ঠিকমতো খাবার না পেয়ে তাদের স্বজনদের বাইরে থেকে খাওয়াতে হয়েছে।

হাসপাতালের রক্ষণাবেক্ষণ খাতে অর্থ বরাদ্দ থাকলেও অবহেলা ও অনিয়মের কারণে যন্ত্রপাতি অচল হয়ে পড়ে আছে। হাসপাতালে এক কোটি ৬৭ লাখ টাকার উন্নয়নমূলক কিছু কাজ কাগজে-কলমে শেষ দেখানো হলেও সরেজমিন সেসব কাজের সঠিক বাস্তবায়ন পাওয়া যায়নি। দৈনন্দিন সেবাদানে অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে রোগীরা নানাভাবে ভোগান্তিতে পড়ছে।

দুদকের সহকারী পরিচালক আকতারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে সেবাদান ও রক্ষণাবেক্ষণে বড় ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছি। উন্নয়ন কাজের ক্ষেত্রেও অনিয়ম দৃশ্যমান। নথিপত্র যাচাইবাছাই শেষে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। শুধু জাজিরা নয়, দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে এভাবে অনিয়মের বিরুদ্ধে দুদক কাজ চালিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪-০ গোলে জিতল ঋতুপর্ণারা

ডাকসু নেতার ‘কোটা না সংস্কার’ স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’

বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড

জামালপুরের একমাত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে : শামা ওবায়েদ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য : উপদেষ্টা ফরিদা

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

১০

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

১১

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

১২

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

১৩

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৪

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

১৫

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

১৭

দুর্দান্ত শুরুর পরও জিততে পারল না বাংলাদেশ

১৮

থানায় আগুন, পুড়ল সাংবাদিকের মোটরসাইকেল

১৯

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নীতিগত সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের আহ্বান 

২০
X