শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে অনিয়মের তথ্য পেয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে রোগী সেবার প্রতিটি ক্ষেত্রে নানা গাফিলতি ও দুর্নীতির চিত্র উঠে আসে।
দুদকের মাদারীপুর-শরীয়তপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আকতারুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের দল হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। তারা কর্মকর্তাদের কাছ থেকে নথিপত্র সংগ্রহ করে। অভিযানের সময় রোগী ও স্বজনদের সঙ্গেও কথা বলেন। অভিযান শেষে দুদক জানায়, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে সেবা প্রদানে অনিয়ম, উন্নয়নমূলক প্রকল্পে দুর্নীতি ও দায়িত্বহীনতার অভিযোগ ছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে— ভর্তি রোগীদের জন্য বরাদ্দকৃত তিনবেলা খাবার নিয়মিত সরবরাহ করা হয়নি। দেওয়া হচ্ছে সকালের নাশতা আর দুপুরবেলা ভাত। অনেক রোগী অভিযোগ করেছেন, ঠিকমতো খাবার না পেয়ে তাদের স্বজনদের বাইরে থেকে খাওয়াতে হয়েছে।
হাসপাতালের রক্ষণাবেক্ষণ খাতে অর্থ বরাদ্দ থাকলেও অবহেলা ও অনিয়মের কারণে যন্ত্রপাতি অচল হয়ে পড়ে আছে। হাসপাতালে এক কোটি ৬৭ লাখ টাকার উন্নয়নমূলক কিছু কাজ কাগজে-কলমে শেষ দেখানো হলেও সরেজমিন সেসব কাজের সঠিক বাস্তবায়ন পাওয়া যায়নি। দৈনন্দিন সেবাদানে অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে রোগীরা নানাভাবে ভোগান্তিতে পড়ছে।
দুদকের সহকারী পরিচালক আকতারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে সেবাদান ও রক্ষণাবেক্ষণে বড় ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছি। উন্নয়ন কাজের ক্ষেত্রেও অনিয়ম দৃশ্যমান। নথিপত্র যাচাইবাছাই শেষে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। শুধু জাজিরা নয়, দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে এভাবে অনিয়মের বিরুদ্ধে দুদক কাজ চালিয়ে যাবে।
মন্তব্য করুন