ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৩ জন মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরও ১০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৬৩৭ জনে। গতকাল (সোমবার) সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরাদের সংখ্যা তিন হাজার ২৯৬ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ভর্তি হয়েছে ১০১ জন। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬৭ ভর্তি হয়েছে। তাদের মধ্যে বরিশাল বিভাগের ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ জন। চট্টগ্রাম বিভাগের ১৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০, ঢাকা বিভাগের ৬, খুলনা বিভাগের দুই, ময়মনসিংহে এক এবং রংপুর বিভাগে একজন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত (২০ মে) ডেঙ্গুতে মৃত্যু হওয়া ২৩ জনের মধ্যে ৫৬ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৪৩ দশমিক ৫ শতাংশ নারী। বিভাগীয় হিসেবে, ১৩ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। বরিশাল বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ২, খুলনা বিভাগের দুই, ঢাকা বিভাগের এক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
শনাক্ত রোগীর হিসেবে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে। সেখানে এ বছর এক হাজার ২৩৪ জনের নমুনায় ডেঙ্গু শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৬৫৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭৬, ঢাকা বিভাগে ৪৬১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৮৩, খুলনা বিভাগে ১৫২, ময়মনসিংহে ৮০, রাজশাহীতে ৬৪, রংপুরে ১৬ এবং সিলেটে ১৫ জন রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত হওয়া ৩ হাজার ৬৩৭ জনের মধ্যে ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী।
মাসের হিসেবে চলতি বছরের জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে ৭ এবং চলতি মাসের গত ২০ দিনে তিনজনের মৃত্যু হয়েছে। শনাক্তের হিসেবে জানুয়ারিতে এক হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং চলতি মাসের গত ২০ দিনে এক হাজার ৬৫ জন শনাক্ত হয়।
মন্তব্য করুন