আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে মশারি টানিয়ে ঘুমানোসহ নগরবাসীকে একগুচ্ছ পরামর্শ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (৮ মে) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে আপনার বাড়িঘরের আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখুন। ব্যবহারের জন্য জমাকৃত পানি ৩ দিন পর পর ফেলে দিয়ে পাত্রটি ঘষে পরিষ্কার করুন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, ছাদ বাগানের টব, টিন/প্লাস্টিকের অব্যবহৃত পাত্র, ডাবের খোসা, পলিথিন/ চিপসের প্যাকেট, সফট ড্রিংকসের ক্যান, ইত্যাদি এডিস মশার জন্মস্থান। আপনার বাড়ি, অফিস, ব্যবসাকেন্দ্রের আশেপাশে এবং চলাচলের রাস্তা থেকে এগুলো নিয়মিতভাবে সরিয়ে ফেলুন।
বাড়ির পানির মিটারে জমে থাকা পানি ডিএনসিসি বিনামূল্যে সরবরাহকৃত নোভালিউরোন ট্যাবলেট প্রয়োগ করুন। বাড়ির বেজমেন্টে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করুন। ঘুমানোর সময় মশারি ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষায় সুযোগে গ্রহণ করুন। নিকটবর্তী নগরস্বাস্থ্য কেন্দ্রের ঠিকানা পেতে ভিজিট করুন www.dncc.gov.bd । ডেঙ্গু এবং এডিস মশার বিষয়ে নিজে সচেতন হউন এবং অন্যদেরও সচেতন করুন। ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি পাশে আছে, আপনিও এগিয়ে আসুন।
মন্তব্য করুন