কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৩:২৫ এএম
অনলাইন সংস্করণ

জ্বালানি খাতে দুর্নীতির তালিকা প্রকাশের আহ্বান অধ্যাপক আনু মুহাম্মদের

ডিবেট ফর ডেমোক্রেসি অয়োজিত ছায়া সংসদে অতিথি ও বিতার্কিকরা। ছবি : কালবেলা
ডিবেট ফর ডেমোক্রেসি অয়োজিত ছায়া সংসদে অতিথি ও বিতার্কিকরা। ছবি : কালবেলা

জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি ও লুণ্ঠনের অভিযোগ তুলে দুর্নীতিবাজদের তালিকা প্রকাশের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে দুর্নীতির সব রেকর্ড ভঙ্গ হয়েছে। এই খাতে জড়িত দুর্নীতিবাজদের বেশির ভাগই দেশ থেকে পালিয়ে গেছেন। তাদের তদন্ত করে সম্পদ বাজেয়াপ্ত করা জরুরি।

শনিবার (২৪ মে) রাজধানীর এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী।

জ্বালানি খাতে লুণ্ঠনের চিত্র অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাত ছিল দুর্নীতির সবচেয়ে বড় ক্ষেত্র। বিগত সরকারের আমলে রামপাল, মাতারবাড়ী ও রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মতো প্রকল্প অর্থনীতির ওপর বোঝা চাপিয়েছে।

তিনি অভিযোগ করেন, বহির্দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ চুক্তি জাতীয় স্বার্থবিরোধী। তিনি এসব চুক্তি বাতিলের পথ খোঁজার আহ্বান জানান।

তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকার নাজুক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিবেশের জন্য হুমকি। এটি বন্ধ করা উচিত। এর ফলে সাময়িক ক্ষতি হলেও, দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করে তা পূরণ করা সম্ভব।

অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন আনু মুহাম্মদ বলেন, গণ–অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের প্রত্যাশা তৈরি হলেও অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপ প্রত্যাশায় ধাক্কা দিয়েছে। তিনি উল্লেখ করেন, জ্বালানি খাতের দায়মুক্তি আইন বাতিল করা হলেও বিগত সরকারের প্রকল্পগুলোর বৈধতা দেওয়া হয়েছে। এটি হতাশাজনক।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত শাসন আমলে অর্থনৈতিক বিনিময় ছাড়া কোন বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়নি। কতিপয় রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী এই তিন পক্ষের যোগসাজশেই জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরে দুর্নীতির মাধ্যমে ব্যাপক লুটপাট হয়েছে। পতিত প্রধানমন্ত্রীর একক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের জ্বালানি খাতের হরিলুটের ঘটনা ঘটেছে। ট্রেড—বেইজড মানিলন্ডারিংয়ের মাধ্যমে ফার্নেস অয়েল ও কয়লা আমদানিতে ওভার ইনভয়েসিং করে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে জ্বালানি খাতের মাফিয়ারা।

তিনি বলেন, অনুসন্ধান করলে দেখা যাবে বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল ফার্নেস অয়েল ও কয়লার বাংলাদেশী আমদানিকারক প্রতিষ্ঠান ও বিদেশে রপ্তানিকারক প্রতিষ্ঠান একই মালিকের নিয়ন্ত্রণাধীন কোম্পানি। এমনও ঘটনা আছে আন্তর্জাতিক বাজার মূল্যের চাইতে দ্বিগুণ—তিনগুণ দামে কয়লা ও ফার্নেস অয়েল আমদানি করা হয়েছে। কয়লা আমদানিতে কিছু কিছু ক্ষেত্রে এলসির পরিবর্তে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক দ্বিগুণ এরও বেশি মূল্যে আমদানিকারকের পক্ষে ইমপোর্ট পারমিট প্রদান করা হয়েছিল। এতে জনগণকে বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে, কলকারখানার উৎপাদন খরচ বাড়ছে। অন্যদিকে ট্রেড বেইজড মানি লন্ডারিং এর মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। যার প্রভাব রিজার্ভের ওপর পড়েছিল। শতভাগ জনগোষ্ঠীকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে বলে বিগত সরকার মানুষকে মিথ্যা গল্প শুনিয়েছে।

তিনি আরও বলেন, ফেরি করে বিদ্যুৎ দেওয়ার কথা বলা হলেও বিদ্যুতের ফেরিওয়ালারা এখন জেলে অথবা পলাতক। বিদ্যুতের এমন মিটার বসিয়েছে বাতি না জ্বললেও মিটার ঘোরে। প্রিপেইড মিটারে রিচার্জ করার সাথে সাথে এক চতুর্থাংশ টাকা মিটার খেয়ে ফেলে। শিল্প কারখানাগুলোতে গ্যাসের পাইপে গ্যাসের পরিবর্তে বাতাস দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে গৃহস্থলি কাজে গ্যাস সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে রান্না-বান্না ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। অথচ মাস শেষে ঠিকই বিল গুনতে হচ্ছে।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘সঠিক পরিকল্পনার অভাবই জ্বালানি খাতে লুণ্ঠনের প্রধান কারণ’ শীর্ষক ছায়া সংসদে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিতার্কিকদের পরাজিত করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকেরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক রিশান নসরুল্লাহ ও মো. মহিউদ্দিন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ১০১ হজযাত্রী

পঞ্চগড় থেকে উদ্ধার সেই নীলগাইয়ের মৃত্যু

গোপনে ভিডিও ধারণ, ছাত্রীকে হল থেকে বের করে দিলেন শিক্ষার্থীরা

টিভিতে আজকের খেলা

২৫ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গাজায় করুণ পরিণতি, ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরা

আম পাড়তে গিয়ে ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ঈদযাত্রায় ট্রেনের ৪ জুনের টিকিট মিলছে আজ

হার্ভার্ডের দরজা বন্ধ, বিদেশি শিক্ষার্থীদের ডাকছে হংকং

১০

ঋতুর ছন্দপতনে গ্রীষ্মেই ফুটেছে বর্ষার কদম

১১

পরমাণু আলোচনা / কোন পথে যাচ্ছে পরিস্থিতি?

১২

বগুড়ায় বাসচাপায় দাদি-নাতি নিহত

১৩

২৫ মে : আজকের নামাজের সময়সূচি

১৪

সম্মেলনে বক্তারা / শাপলা গণহত্যা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল প্রেরণা

১৫

টেন্ডার অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

১৬

ঢাবিতে ‘জুলাই চত্বর’ নামকরণ

১৭

‘স্বার্থান্বেষী মহল সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তুলেছ’

১৮

আশুলিয়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

১৯

ডাকসুর নির্বাচন কমিশনের দাবিতে শিবিরের আলটিমেটাম

২০
X