ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ : আনু মোহাম্মদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী ও নিউ এজের সম্পাদক নুরুল কবীরের ওপর হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘সন্ত্রাসী হামলার প্রতিবাদে’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশের আগে সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

বিক্ষোভপূর্ব সমাবেশে আয়োজকরা সাম্প্রতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার, দেশজুড়ে সংঘটিত প্রতিটি ‘মব ও সন্ত্রাসী হামলার’ তদন্ত ও বিচার, ‘সহিংসতায় উসকানিদাতাদের’ অনতিবিলম্বে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিসহ মোট ৭টি দাবি উপস্থাপন করেন।

সমাবেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ঐকমত্য কমিশনের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে, ‘নতুন সভ্যতার’ কথা বলেছিলেন বলে উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, যে নৃশংসতা আমরা দেখলাম, মাসের পর মাস দেখছি, বিশেষত ১৮-১৯ তারিখে যে নৃশংসতা আমরা দেখলাম, এটাই কি মুহাম্মদ ইউনূসের সেই সভ্যতারই নমুনা, এই প্রশ্ন আজ সবাইকে করতে হবে।

আনু মোহাম্মদ বলেন, এই আক্রমণগুলো উদ্দেশ্যহীন কিছু যুবকের উচ্ছৃঙ্খলতা নয়। বরং এটি ছিল সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা। প্রতিটি ঘটনায় আক্রমণকারীর সংখ্যা বেশি ছিল না। তারা প্রকাশ্যে আগুন লাগিয়েছে, সম্পদ ধ্বংস করেছে এবং মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আর সেই সময় সামনে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত থাকলেও তারা নিষ্ক্রিয় ছিল।

তিনি বলেন, মাঠপর্যায়ের পুলিশ বা সেনাসদস্যদের আলাদাভাবে দোষারোপ করা যায় না, কারণ তারা ওপরের নির্দেশ অনুযায়ী কাজ করেন।

আনু মোহাম্মদ প্রশ্ন করেন, উপর থেকে নির্দেশ আসে নাই কেন? সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকা সত্ত্বেও কেন তারা হস্তক্ষেপ করল না? কেন পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কেন নীরব থাকল? এই নিষ্ক্রিয়তা এমন একটি চিত্র তৈরি করেছে, যেন রাষ্ট্র ও সরকার পরোক্ষভাবে এই ধ্বংসযজ্ঞে পৃষ্ঠপোষকতার ভূমিকায় নেমেছে।

ঘটনাগুলো অবিশ্বাস্য হলেও আকস্মিক নয় বলে মন্তব্য করেন আনু মোহাম্মদ। তিনি বলেন, গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক বিভিন্ন স্থানে আক্রমণের আহ্বান ও উসকানি বহুদিন ধরেই প্রকাশ্যে দেওয়া হচ্ছিল। এসব তথ্য গোয়েন্দা সংস্থার অজানা থাকার কথা নয়। দেশি-বিদেশি উসকানিদাতারা দীর্ঘদিন ধরে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণের ডাক দিয়ে আসছিল।

আনু মোহাম্মদের মতে, যাদের উপর আক্রমণ হয়েছে তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের ইতিহাসজুড়ে শোষণ, নিপীড়ন, বৈষম্য ও আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিবর্গের উপরে হামলা হয়েছে।

তিনি বলেন, যাদের ওপর আক্রমণ করা হয়েছে, তাদের একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, তারা শেখ হাসিনার ১৬ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন। শুধু তাই নয়, তারা বাংলাদেশের ইতিহাসজুড়ে শোষণ, নিপীড়ন, বৈষম্য ও আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন। তারা মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশের যে প্রত্যাশা তা যারা ধারণ ও তুলে ধরেন, মূলত তারাই এই আক্রমণের লক্ষ্যবস্তু।

তাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে- শরিফ ওসমান হাদি, দীপু চন্দ্র দাশ ও আয়শা আক্তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা। উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারসহ দেশজুড়ে সংঘটিত প্রতিটি মব ও সন্ত্রাসী হামলার তদন্ত ও বিচার করা।

এছাড়া, সহিংসতায় উসকানিদাতাদের অনতিবিলম্বে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা। মতপ্রকাশের অধিকার এবং জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। সকল সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

দাবিগুলোর মধ্যে আরও রয়েছে, জনগণের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ এবং ঘোষিত তপশিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন।

সমাবেশ শেষে তারা শাহবাগ থেকে একটি মিছিল বের করে রাজু ভাস্কর্য, নীলক্ষেত ও কাঁটাবন হয়ে পুনরায় শাহবাগ অতিক্রম করে উদীচী কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ কর্মসূচির সমাপনীর ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুর ক্যান্টিনে ভাঙচুর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে চট্টগ্রামে বিএনপির ‘গণ যাত্রা’

ইউসেপ বাংলাদেশের আয়োজনে জব ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত

বড়দিন উপলক্ষে মেহজাবীনের সম্প্রতি বার্তা

তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়

আ.লীগের বিষয়ে ড. ইউনূসকে যা বললেন মার্কিন ৫ কংগ্রেসম্যান

ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট হলেন সৈয়দ নাসের বখতিয়ার

দেশে ফেরার জন্য কেন ২৫ ডিসেম্বর বেছে নিলেন তারেক রহমান, জানালেন মাহদি আমিন

অবসরপ্রাপ্তরা ৩ বছর আগে নির্বাচন করতে পারবেন না: হাইকোর্ট

চার দিনব্যাপী রিহ্যাব মেলা ২০২৫, আশিয়ান সিটির স্টল নং-৮

১০

মগবাজার ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ, নিহত ১

১১

এনটিএমসি বিলুপ্ত ও ইন্টারনেট বন্ধের সুযোগ নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘সি’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ

১৩

বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের মিডিয়া ম্যানেজার হলেন আম্মার অসীম

১৪

খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন কামনায় শীতবস্ত্র বিতরণ

১৫

গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকবেন তারেক রহমান

১৬

পরিবার নিয়ে পূর্বাচলের অভ্যর্থনা পরিদর্শনে নজরুল ইসলাম আজাদ

১৭

নিজের নামে যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা ট্রাম্পের

১৮

মুগ্ধতায় শেহতাজ

১৯

ঘুষ প্রদানে শীর্ষে নোয়াখালী জেলার মানুষ : বিবিএস

২০
X