আগামী ৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সেখানে আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিবেন তিনি। রাষ্ট্রপতির এই সফরে ইন্দোনেশিয়ার সঙ্গে জ্বালানি এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে দুটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ৫-৭ সেপ্টেম্বর আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাষ্ট্রপতি ইন্দোনেশিয়া সফর করবেন। ইন্দোনেশিয়া সফরকালে রাষ্ট্রপতি আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধানদের সম্মানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে বাংলাদেশের রাষ্ট্রপতি অংশগ্রহণ করবেন।
মোমেন বলেন, আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলনে আসিয়ান সদস্যরাষ্ট্র এবং অংশীদার রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতার উন্নয়ন এবং শক্তিশালীকরণ নিয়ে আলোচনা হবে। এ সম্মেলনে আসিয়ান মেরিটাইম আউটলুক, আসিয়ান ইন্দো প্যাসিফিক আউটলুক এবং মিয়ানমার সম্পর্কিত ইস্যু নিয়ে আলোচনা হবে।
পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন নিয়ে ড. মোমেন জানান, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে আলাপ-আলোচনার ছয়টি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। যেগুলোর মধ্যে থাকবে- পরিবেশ ও জ্বালানি, শিক্ষা, অর্থ, বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা এবং মহামারি রোগ, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা এবং আসিয়ান সংযোগ। এসব অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে সহযোগিতা বিস্তারের জন্য কর্ম পরিকল্পনাও তৈরি করা হয়েছে। পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার মধ্যে খাদ্য নিরাপত্তা, বাণিজ্য ও অর্থনীতি, সমুদ্র নিরাপত্তা এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করা হবে।
রাষ্ট্রপতির জাকার্তা সফরে আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের সাইডলাইনে মালয়েশিয়া, পূর্ব তিমুর, ভিয়েতনামসহ আরও দুএকটি দেশের রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে সঙ্গে থাকছেন ড. মোমেন এবং প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ প্রমুখ।
মন্তব্য করুন