জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি (সাবেক বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি) কেন্দ্রীয় কমিটি, ৩২/১ (সাবেক ৪৪৮/এ মগবাজার) ঢাকা-১০০০।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সেমিনার হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (পিআরএল) মো. খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক, (যুগ্ম-সচিব) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, ডিএসসিসির ১৯ নং ওয়ার্ড কাউন্সিল হাজি মো. আবুল বাশার, কর অঞ্চল-১২ ঢাকার উপকর কমিশনার মো. মেহেদী মাসুদ ফয়সাল, রমনা থানা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ও বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ সভাপতি মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদের সমন্বয়ক মো. এনামুল হক, বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সভাপতি আব্দুর রহিম হাওলাদার রানা, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি মো. জামসেদ আলম, বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি মো. আব্দুস সালাম, ট্যাক্সেস এমপ্লেয়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রুবেল দর্জি, বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন (BPOEU) কেন্দ্রীয় সংস্থার মহাসম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান ভূঞা, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মো. আব্দুল খালেক প্রমুখ।
এ সময় শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক হাজি মো. আবু সায়েম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাক্ষাতের দাবি জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান খান, মো. আব্দুল হালিম মিঞা। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন