কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি : সংগৃহীত
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, 'আমি গভীর তাগিদ নিয়ে আবারও পুনরাবৃত্তি করছি যে, বিচার বিভাগের জন্য একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। এটি শুধু প্রশাসনিক স্বায়ত্তশাসনের জন্যই প্রয়োজন নয়; বরং কাঠামোগত ভিত্তি নিশ্চিত করার জন্য অপরিহার্য। যার ওপর সব ধরনের সংস্কার নির্ভর করে। ন্যায়বিচার কখনো ধার করা অবকাঠামো বা প্রেরিত কর্তৃত্বের ওপর ভর করে এগিয়ে যেতে পারে না; এর নিজস্ব প্রাতিষ্ঠানিক ভিত্তি থাকতে হবে।

রোববার (২২ জুন) সন্ধ্যায় বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। দেশের বিচার বিভাগ একটি পূর্ণাঙ্গ কার্যকর সাংবিধানিক অঙ্গ হিসেবে আজ রাষ্ট্রে তার দায়িত্ব পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি বলেন, গত ২১ সেপ্টেম্বর আমি যে ‘বিচার বিভাগীয় সংস্কার রোডম্যাপ’ উপস্থাপন করি, সেটি কেবল ঘোষণাপত্র ছিল নয়—বরং সেটি ছিল বিচার বিভাগের স্বাধীনতা, জবাবদিহি ও জনগণের সেবার প্রাতিষ্ঠানিক রূপান্তরের এক স্পষ্ট প্রতিশ্রুতি। যে রোডম্যাপের কেন্দ্রে রয়েছে ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ গঠনের প্রস্তাব, যাতে বিচার বিভাগের প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন নিশ্চিত হয়। পাশাপাশি ছিল বদলি ও পদায়ন নিয়ে রাজনীতি-বিমুক্ত নির্দেশনা এবং দেওয়ানি ও ফৌজদারি আদালত পৃথকীকরণ প্রস্তাব, যা বিচারিক স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করবে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আরও বলেন, 'অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ৩৬টি জেলায় গত ১০ মাসে নতুন মামলার চেয়ে মামলা নিষ্পত্তির হার ছিল বেশি। সেখানে বিচারকরা দেখিয়েছেন যে, সংস্কার ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, বরং বর্তমানের বাস্তবতা।'

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রতিষ্ঠা বিচারিক শৃঙ্খলার রক্ষক হিসেবে কাজ করছে এবং সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের ফলে উচ্চ আদালতে বিচারক নিয়োগ যোগ্যতা, স্বচ্ছতা ও নৈতিকতার ভিত্তিতে হচ্ছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, 'আমার দৃঢ় বিশ্বাস, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল এখন বিচার বিভাগের স্বাধীনতার যুগল স্তম্ভ।

সেমিনারের এই একপর্যায়ে বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ঘোষিত ‘রোডম্যাপ’ নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামন, ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টিফান লেলার, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সেমিনারে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, জেলা ও দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার বিচারকসহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলে যোগ দিল বৈষম্যবিরোধী-জাতীয় ছাত্রশক্তির শতাধিক নেতাকর্মী

বগুড়া-১ আসন / বিএনপির মূল প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর আপিল! ব্যবস্থা নেবে হাইকমান্ড 

এনসিপির নির্বাচন পর্যবেক্ষক টিমের নেতৃত্বে হুমায়রা-তুহিন

চবিতে জামায়াতপন্থি উপ-উপাচার্যের মেয়েকে প্রভাষক নিয়োগ, যা বলছেন মির্জা গালিব

মিচেলের অপরাজিত শতকে ভারতকে হারাল নিউজিল্যান্ড

সাবেক মন্ত্রী মোমেন যেভাবে টানা ৮ মাস আত্মগোপনে ছিলেন

যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যে বার্তা দিল সৌদি

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : দুলু

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

১০

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

১১

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

১২

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

১৩

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১৫

ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

১৬

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

১৭

৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট

১৯

আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন ১৯ জানুয়ারি

২০
X