কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএমইটির বহির্গমন শাখার পরিচালক মামুনের বদলি 

মামুন সরদার। ছবি : সংগৃহীত
মামুন সরদার। ছবি : সংগৃহীত

দৈনিক কালবেলায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) নানা অসংগতি আর অনিয়ম নিয়ে প্রতিবেদনের প্রকাশের প্রায় এক মাসেরও বেশি সময় পরে অবশেষে সরিয়ে দেওয়া হলো বিএমইটির বহির্গমন শাখার পরিচালক মামুন সরদারকে। গত ২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক চিঠিতে মামুন সরদারকে বদলি করা হয়।

নতুন করে তাকে ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন’ শীর্ষক একটি প্রকল্পের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। চিঠিতে তাকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

এর আগে গত ২৬ মে দৈনিক কালবেলায় ‘গৃহকর্মীর আড়ালে কিশোরী পাচার’ শীর্ষক ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে ‘রক্ষক বিএমইটিই ভক্ষক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন গৃহকর্মীর আড়ালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অপ্রাপ্ত বয়স্ক কিশোরী ও ২৫ বছরের কম নারীদের পাচারের একটি সংঘবদ্ধ চক্রের বিস্তারিত তুলে ধরা হয়। সেই প্রতিবেদনে বিএমইটির একাধিক কর্মকর্তার যোগসাজশের বিষয়ে তাদের নাম পরিচয়সহ বিস্তারিত তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, মানবিক এই বিপর্যয়ের পেছনে সক্রিয় রয়েছে একটি সুসংগঠিত পাচারকারী চক্র, যারা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ভুয়া কাগজপত্রে কিশোরীদের বিদেশে পাঠাচ্ছে। দৈনিক কালবেলার দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য— চক্রটির সঙ্গে জড়িত অন্তত চারজন বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কর্মকর্তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। জড়িত রয়েছে অর্ধশতাধিক রিক্রুটিং এজেন্সি।

এতে আরও বলা হয় প্রশিক্ষণ ছাড়াই, ভুয়া পাসপোর্ট নম্বর ব্যবহার করে, প্রত্যাগত দেখিয়ে শত শত অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে, যেখানে অনেকেই ঠাঁই পাচ্ছেন ডান্স বার, স্পা সেন্টার কিংবা গৃহকর্মীর ছদ্মবেশে নির্যাতনের ভেতরে। পাচার হওয়া নারীদের প্রায় ৫০০টি পাসপোর্ট নম্বর এখন কালবেলার হাতে। এ সংখ্যাই শেষ নয়—প্রতিদিনই গৃহকর্মীর আড়ালে নতুন নতুন কিশোরী পাড়ি দিচ্ছেন অন্ধকার ভবিষ্যতের দিকে। অভিবাসনের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে লুকিয়ে থাকা এই মানব পাচার এখনই না থামালে গন্তব্যের নাম শুধুই অন্ধকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ দুই বাহিনীর হাতে, ঢুকতে লাগে অনুমতি!

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়েনি জামায়াত

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

১০

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

১১

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১২

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১৩

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১৪

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৫

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৬

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৭

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৮

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৯

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X