ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও ডেঙ্গু প্রতিরোধ করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিপালনের জন্য ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে সকল মহানগর, জেলা ও উপজেলার পৌরসভায় সপ্তাহব্যাপী ওয়ার্ডভিত্তিক কর্মসূচি পালনের জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে যুবলীগ।
আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
কর্মসূচি নিম্নরূপ:
* সচেতনতামূলক লিফলেট বিতরণ।
* মশারি বিতরণ।
* ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ দেশের সকল মহানগর ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
* ডেঙ্গু আক্রান্ত রোগীদের সহযোগিতার জন্য রক্ত দান কর্মসূচি।
* চিকিৎসকদের সমন্বয়ে কেন্দ্র এবং সকল মহানগর ও জেলায় মেডিকেল টিম গঠন।
* ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ দেশের সব মহানগর ও জেলাগুলোতে একটি হটলাইন চালু করা।
* সতেচনতামূলক বিলবোর্ড, ফেস্টুন, ই-পোস্টার প্রকাশ ও প্রচার।
মন্তব্য করুন