শারীরিক প্রতিবন্ধকতা যেন থেমে থাকার কারণ নয়- এ বার্তাই নতুন করে প্রমাণ করলেন বগুড়ার দুপচাঁচিয়ার যুবক এলাহী হোসেন। ব্র্যাকের মানবিক সহায়তা পেয়ে আবারও জীবন গড়ার স্বপ্ন দেখছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আয়োজনে এলাহী হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় একটি ল্যাপটপ ও ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা। এলাহী হোসেন শারীরিকভাবে প্রতিবন্ধী যুবক, যিনি দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত এলাহী হোসেন বলেন, ‘ব্র্যাকের এই সহযোগিতা আমার জন্য আশীর্বাদস্বরূপ। এটি আমার জীবনের স্বপ্নপূরণে সহায়ক হবে। আমি প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে আত্মনির্ভরশীল করে তুলতে চাই।’
অনুষ্ঠানে ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান নিজ হাতে এলাহীর হাতে সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান ও বগুড়া জেলার জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- শাহজাহানপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান, মর্জিনা আক্তার, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, বগুড়া।
এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম রব্বানী (সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স), মো. জয়নুল আবেদিন (প্রোগ্রাম ম্যানেজার, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স), বাবলী সুরাইয়া (ব্র্যাক জেলা সমন্বয়কারী বগুড়া), শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (আঞ্চলিক ব্যবস্থাপক, বগুড়া-৪ অঞ্চল), সুমন দে সরকার (আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক, বগুড়া), জালাল উদ্দিন (অপারেশন ম্যানেজার ব্র্যাক লার্নিং সেন্টার, বগুড়া), মোস্তাফিজুর রহমান (এলাকা ব্যবস্থাপক, দুপচাঁচিয়া, বগুড়া)।
এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনে আশার আলো জ্বালায় বলে মন্তব্য করেছেন বক্তারা। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এলাহীর মতো অনেক প্রতিবন্ধীই যেন নতুন করে স্বপ্ন দেখতে পারে- এ লক্ষ্যেই এগিয়ে চলেছে ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচি।
মন্তব্য করুন