ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের বসতবাড়িতে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে। এ ঘটনায় শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০-১২০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় যৌথ অভিযানে এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত শনিবার গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর গ্রামে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ঘটনার পরদিন (রোববার) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তেজিত জনতা ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা শুরু করলে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে পুলিশের একজন কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের হিসেবে ১৫টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
মন্তব্য করুন