কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৯:৪৪ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

ড্যাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ড্যাবের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন পূর্ববর্তী কমিটির নেতারা। ছবি : কালবেলা
ড্যাবের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন পূর্ববর্তী কমিটির নেতারা। ছবি : কালবেলা

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন পূর্ববর্তী কমিটির নেতারা। ফলে নির্বাচনের ৯ দিন পর নতুন কমিটি দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির চেয়ারে বসেছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর মগবাজার ড্যাব কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ড্যাবের অন্তর্বর্তীকালীন সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটির আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ এবং কমিটির সদস্য সচিব জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফর রহমান নবনির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করে। এর মধ্য দিয়ে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের নেতৃত্বে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সদস্য সম্মেলন প্রস্তুতি কমিটি ও কাউন্সিল পরিচালনা কমিটির সদস্য ডা. পারভেজ রেজা কাকন নবনির্বাচিত অন্য তিন নেতৃবৃন্দ, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. খালেকুজ্জামান দিপু। এ ছাড়া উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, সাবেক সিনিয়র সহসভাপতি ডা. এম এ সেলিম, সহসভাপতি অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপ্নন, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. সফিউল্লাহ ঝিন্টু, ডা. আবু হেনা হেলাল উদ্দিন, ডা. সামিউল হাসান বাবু, ডা. এরফানুল হক সিদ্দিকী, সাবেক যুগ্ম মহাসচিব ডা. শেখ ফরহাদ, ডা. মো. আদনান হাসান মাসুদ, ডা. হাসনুল শামীম, ডা. সরকার মাহাবুব আহমেদ শামীম, ডা. মো. শামসুল আলম সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সাইয়িদ মেহবুব কাদির, ডা. শহিদুল ইসলাম শহীদ, ডা. আবু নাসের, ডা. রেজোনুর রহমান সোহেল, ডা. আতিকুর রহমান সুজন, ডা. সায়ীদ মাহমুদ তমাল ও ডা. জাফর ইকবাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন ডা. রুস্তম আলী মধু, ডা. শহিদুল হক রাহাত, ডা. শরীফ শাহাবুরর রহমান তুষার, ডা. জাভেদ আহমেদ, ডা. বাসার, ডা. জাকারিয়া রানা, ডা. শাহিন রেজা, ডা. বজলুর রশিদ আদিল, ডা. মনোয়ার সাদাত, ডা. বশির আহমেদ হৃদয়, ডা. বাসেদুর রহমান সোহেল, ডা. এস এম মাহবুব মুন্না, ডা. আরাফাত রহমান পাভেল, ডা. মাহমুদুল আমিন সাকিক, ডা. মারুফ, ডা. গালিব হাসান, ডা. কায়সার ইশাদ, ডা. ফেরদৌস, ডা. লাবিদ রহমান, ডা. ইব্রাহিম রহমান বাবু, ডা. আশরাফুল ইসলাম মানিক, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. হুমায়ূন কবির প্রিন্স, ডা. হাসিব, ডা. লিফাত, ডা. রেজাউল হক উজ্জ্বলসহ পাঁচ শতাধিক চিকিৎসক।

দায়িত্ব গ্রহণ শেষে ডা. হারুন আল রশীদ বলেন, ড্যাব সবসময় চিকিৎসকদের অধিকার, পেশাগত মর্যাদা ও জনগণের স্বাস্থ্যসেবার জন্য কাজ করেছে। আমরা নতুন কমিটির পক্ষ থেকে সেই ধারা আরও শক্তিশালী করতে চাই। চিকিৎসকদের মধ্যে ঐক্য গড়ে তুলে ড্যাবকে সামনে এগিয়ে নেওয়া আমাদের প্রধান অঙ্গীকার।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে উপস্থিত চিকিৎসক নেতারা নবকমিটির প্রতি শুভকামনা জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব ড্যাবকে আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপ দেবে।

ড্যাবের নেতৃবৃন্দ বলেন, নির্বাচিত হওয়ার জন্য প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সুন্দর নির্বাচনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি। যারা অক্লান্ত পরিশ্রম করে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য ড্যাবের অন্তর্বর্তীকালীন সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটির আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ এবং কমিটির সদস্য সচিব জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফর রহমানের নেতৃত্বের ১২ সদস্যের প্রতি।

তারা বলেন, ভোটারদের ধন্যবাদ। কারণ তারা ভোট দিয়ে নতুন নেতৃত্বকে নির্বাচিত করেছেন। ড্যাব নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে, আগামী দিনে চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধভাবে পরিচালনা করবে। বিশেষ করে দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে, বিজ্ঞানমনস্ক ও গণমুখী, গবেষণাধর্মী চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মসূচি ২৮তম এবং ২৬তম ধারায় লন্ডনের আদলে যে চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সব ধরনের সহায়তা করবে ড্যাব। দেশের চিকিৎসা ব্যবস্থাকে সুন্দর ও কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের সুন্দর বেতন কাঠামো এবং চাকরির নিরাপত্তা নিশ্চিতেও পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে, গত ৯ আগস্ট রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাত ১টার দিকে ফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে জয়লাভ করেন অধ্যাপক ডা. হারুন আল রশীদ, আর মহাসচিব পদে নির্বাচিত হন ডা. জহিরুল ইসলাম শাকিল। এমনকি নির্বাচনে ‘সুপার ফাইভ’ পদসহ প্রধান পাঁচটি পদেই হারুন-শাকিল প্যানেল বিজয়ী হয়।

ফলাফলে দেখা যায়, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশীদ প্রাপ্ত ১৩৬৯ ভোটের সহায়তায় বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. একেএম আজিজুল হক পেয়েছেন ১২০২ ভোট। এদিকে মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল ১৪৫৮ ভোট নিয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান পেয়েছেন ১০৭৯ ভোট। এ ছাড়াও সিনিয়র সহসভাপতি পদে জয়ী হয়েছেন ডা. আবুল কেনান, তিনি পেয়েছেন ১৩৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষার পেয়েছেন ১২৩৩ ভোট।

এদিকে কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন ডা. মো. মেহেদী হাসান, তিনি পেয়েছেন ১৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. তৌহিদুল ইসলাম জন পেয়েছেন ১২৫৯ ভোট। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে জয়ী হয়েছেন ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু। তিনি ভোট পেয়ছেন ১৩১৬টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. আবু মো. আহসান ফিরোজ পেয়েছন ১২৪৯ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল সংকট আর ঝুঁকিপূর্ণ ভবনে ধুঁকছে স্বাস্থ্যসেবা

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

পলক-আনিসুল-সালমান-কামরুলসহ ৬ জন নতুন মামলায় গ্রেপ্তার 

জেনে নিন বাড়তি আয়ের ৫টি চমৎকার উপায়

সীমানা পুনর্নির্ধারণ: ইসিতে চতুর্থ দিনের শুনানি চলছে

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

আইপিএল থেকে অবসরের ঘোষণা তারকা স্পিনারের

শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর

বিদ্যুতায়িত মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

১০

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো গেলেন পুলিশের ১৮০ সদস্য

১১

স্কিন ক্যান্সারে আক্রান্ত সাবেক তারকা ক্রিকেটারের আবেগঘন বার্তা

১২

সবুজের আঁচলে পাহাড়ি জীবনের ভরসা জুম চাষ

১৩

আর্জেন্টিনাকে যে শাস্তি দিল ফিফা

১৪

আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা

১৫

আসছে বাহুবলি: দ্য এপিক

১৬

দীর্ঘ ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস কোনটি, শচীনের উত্তর শুনে অবাক সবাই

১৭

নদীপাড়ের ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব

১৮

ইসরায়েলি ড্রোন হামলায় কেঁপে উঠল দামেস্ক, ৬ সেনা নিহত

১৯

জেনে নিন যে ৫ ভুলে ফ্রিজ বারবার নষ্ট হচ্ছে

২০
X