কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, স্বাস্থ্য খাতে দুই দশক ধরে বাজেটের বরাদ্দ মোট জিডিপির ১ শতাংশেরও কম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা ৫ শতাংশ থেকে অনেক দূরে। এই অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসাসেবার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি।

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিসি) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠন’ শীর্ষক এক সংলাপে দেশের স্বাস্থ্যব্যবস্থা ও শিক্ষা সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ৭৭টি মেডিকেল কলেজের মধ্যে ছয়টিতে এনাটমির অধ্যাপক নেই, ১৬টিতে ফিজিওলজির, ১৭টিতে বায়োকেমিস্ট্রির ও ১৮টিতে ফরেনসিক মেডিসিনের অধ্যাপক নেই। শিক্ষকদের চরম ঘাটতির কারণে প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক রাখার বাধ্যতামূলক শর্ত মানা হচ্ছে না। ফলে মেডিকেল শিক্ষার মান অবনতির দিকে। একজন দক্ষ চিকিৎসক তৈরির জন্য ভালো শিক্ষক ও ভালো শিক্ষার মান নিশ্চিত করা আবশ্যক।

তিনি আরও বলেন, মেডিকেল অ্যাক্রেডিটেশন নিশ্চিত না হলে দেশে অর্জিত ডাক্তারি ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না। এসব সমস্যার জট খুলতে না পারলে স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

চিকিৎসকদের নিয়ে সম্প্রতি সরকারের শীর্ষ একজন উপদেষ্টার অবমাননাকর মন্তব্য নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের বক্তব্য কি মানুষকে পার্শ্ববর্তী দেশে চিকিৎসা নিতে উৎসাহিত করে না? আমরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করায় সংশ্লিষ্ট ব্যক্তি পরে সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

ডা. রফিক বলেন, দেশে সরকারি চিকিৎসকের সংখ্যা বর্তমানে প্রায় ৪৮ হাজার ৯০০ জন, আর নার্সের সংখ্যা আরও কম-৪১ হাজার ১৪৬ জন। অনুপাত অনুযায়ী প্রতি হাজার জনে চিকিৎসক মাত্র শূন্য দশমিক সাত জন। তাই রোগীর অতিরিক্ত চাপের কারণে অনেকে যথাযথ চিকিৎসাসেবা পান না। এসব সমস্যার সমাধানে বিএনপির প্রস্তাবিত স্বাস্থ্য সংস্কার পরিকল্পনায় করণীয় উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

ডা. রফিকুল ইসলামের মতে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। টেকসই গণতন্ত্র থাকলে স্বাস্থ্যখাতসহ প্রতিটি খাতে কাঙ্ক্ষিতভাবে সংস্কার করা সম্ভব। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হলে সেটি অশনিসংকেত বহন করবে বলে তিনি সতর্ক করেন।

সংলাপে অংশ নিয়ে এনসিপির ডা. তাসনিম জারা পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, অনেক মেডিকেল কলেজে ঠিকভাবে ইন্টার্নশিপ করার সুযোগ নেই, সেদিকে নজর দিতে হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনায়েদ সাকি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষা খাতে নানামুখী সংকট সমাধান করা জরুরি। গণতন্ত্রের পথ সুগম করতে শিক্ষার গুরুত্ব অপরিসীম।

সংলাপে উপস্থিত ছিলেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মুষ্টাক হোসেন, শিক্ষাবিদ ও ইতিহাসবিদ ডা. সৈয়দ আনোয়ার হোসেন, সিজিসি সভাপতি জিল্লুর রহমান, শিক্ষাবিদ ডা. শওকত আরা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোহাম্মদ কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ডা. মামুন আহমেদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। এছাড়া জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নাজম উদ্দিন আহমেদ, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান সরদার এ নাঈম, ট্রান্স-ফেমিনিস্ট ও অধিকারকর্মী হো চি মিন ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞানের সাবেক চেয়ারম্যান ডা. মোহাম্মদ মাইনুল ইসলাম, জি-৯ এর মহাসচিব ডা. সাখাওয়াত হোসেন সায়ন্তা, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের গবেষণা সহকারী ডা. ডিকে শীল আর্পণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা 

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, দাম কত জানেন?

নারী শিক্ষার্থীদের কাছে ভোট ও দোয়া চাচ্ছেন ডাকসুর এজিএস পদপ্রার্থী মায়েদ

এয়ারলাইনসের ‘ভুল সিদ্ধান্ত’ / বিদেশ যেতে বিমানবন্দর সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরছেন হোসাইন

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, যে যোগ্যতা দরকার

মাঝআকাশে বোতল-ব্যাগে মলমূত্র ত্যাগ করলেন যাত্রীরা

ইরানের পাল্টা হামলা, ক্ষতিপূরণ দাবি করছেন ৫৩ হাজার ইসরায়েলি

যোদ্ধাদের সামরিক প্রধানের পর মুখপাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরায়েল

সবুজায়ন হচ্ছে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি

বিইউবিটির আইন ও বিচার বিভাগের সঙ্গে ৮ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

রাস্তা নিয়ে দুর্ভোগ, ভেঙে যাচ্ছে বিয়ে!

১১

এটা সারপ্রাইজ হিসেবে থাকুক : তিশা

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা

১৩

‘আমার বিয়ের দাওয়াত খাইতে চাইলে ডাকসুতে জিতান’

১৪

বিএনপির দুই নেতাকে শোকজ

১৫

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : মির্জা ফখরুল

১৬

ইশরাকের পোস্ট শেয়ার করে রাশেদ বললেন, ‘নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে’

১৭

প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বিএনপি

১৮

ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতে, এখন কী হবে?

১৯

ধুঁকতে থাকা ম্যানইউতে যাচ্ছেন আর্জেন্টিনার ‘বাজপাখি’!

২০
X