কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে খতমে নবুওয়তের আলোচনা সভা, ১০ থানার আহ্বায়ক কমিটি

ঢাকা-২ জোনের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
ঢাকা-২ জোনের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

জরুরিভিত্তিতে কাদিয়ানি সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব।

তিনি বলেন, এই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। আমাদের ইমান ও আকিদা হেফাজতের দাবির ব্যাপারে এবং কাদিয়ানি সম্প্রদায়ের অপতৎপরতার বিষয়ে দেশবাসীকে সজাগ ও সচেতন করতে হবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা-২ জোনের উদ্যোগে রাজধানী গুলিস্তানে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মাওলানা ইউনুস ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

জুনাইদ আল হাবিব বলেন, আমরা দেশের সব মসজিদের ইমাম ও খতিবদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা নিজ নিজ এলাকার মসজিদে কাদিয়ানিয়্যাতের ওপর আলোচনা করার উদ্যোগ গ্রহণ করুন।

তিনি আরও বলেন, খতমে নবুওয়তের এই ইমানি আন্দোলনকে শক্তিশালী করতে এবং সফলভাবে তা বাস্তবায়ন করার জন্য দেশের সব খতমে নবুওয়তের সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার কোনো বিকল্প নেই।

আলোচনায় মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, আমরা আগামী ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন করার যে উদ্যোগ গ্রহণ করেছি, তার আগেই ঢাকার সকল জোন কমিটি ও ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন করতে হবে।

তিনি বলেন, তাহাফফুজে খতমে নবুওয়তের দেশব্যাপী যে জেলা, উপজেলা, থানা ও বিভাগীয় কমিটি আছে, সেখানে আকিদায়ে খতমে নবুওয়ত এবং রদ্দে কাদিয়ানিয়্যাত শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া খতমে নবুওয়তের কাজকে আরো বেগবান করতে রাষ্ট্রীয় সব পর্যায়ের দায়িত্বশীলদের নিকট আমাদের দাওয়াতি পয়গাম পৌঁছাতে হবে।

সভায় ঢাকা-২ জোনের আওতাধীন ১০ থানায় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে খিলগাঁও থানায় মুফতি দেলোয়ারকে আহ্বায়ক ও মাওলানা মঈনুল ইসলামকে সদস্য সচিব, সবুজবাগ থানায় মাওলানা নজির আহমদকে আহ্বায়ক ও মাওলানা মাহমুদুল হাসানকে সদস্য সচিব, শাহজাহানপুর থানায় মাওলানা আব্দুর রশিদকে আহ্বায়ক ও মাওলানা সুলতান মাহমুদকে সদস্য সচিব, মতিঝিল থানায় মাওলানা জুবায়ের আহমাদ পীর জঙ্গিকে আহ্বায়ক ও মাওলানা ওমর ফারুককে সদস্য সচিব, রামপুরা থানায় মাওলানা হাসান আহমাদকে আহ্বায়ক ও মাওলানা হেদায়াতুল ইসলামকে সদস্য সচিব, পল্টন থানায় মাওলানা তাওহিদকে আহ্বায়ক এবং মাওলানা সালমানকে সদস্য সচিব, শাহবাগ থানায় মাওলানা সলিমুল্লাহকে আহ্বায়ক ও মাওলানা আব্দুল আহাদকে সদস্য সচিব, রমনা থানায় মাওলানা নজরুল ইসলামকে আহ্বায়ক ও মাওলানা জোবায়েরকে সদস্য সচিব ও হাতিরঝিল থানায় মাওলানা মাহফুজুর রহমানকে আহ্বায়ক ও মাওলানা মাহবুবুর রহমানকে সদস্য সচিব করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইউম সোবহানী, সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মির ইদ্রিস, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা মুমিনুল ইসলাম, মুফতি আল আমিন ফয়েজী, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা রশিদ আহমদ, মাওলানা উমর ফারুক, মাওলানা আব্দুর রশিদ, মুফতি দেলোয়ার সাহেব, মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা ইসমাঈল, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা নজির আহমদ, ডা. মাসুদ হাশেমী, মাওলানা তাওহিদুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপজয়ী বিধ্বংসী ব্যাটারকে দলে ভেড়াল রংপুর

শাহ আমানত বিমানবন্দরে ৯০ লাখ টাকার সিগারেট জব্দ

বাতের ব্যথার ধরন, উপসর্গ ও যত্ন জানালেন বিশেষজ্ঞ

ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিসর ও কাতারসহ ৮ মুসলিম দেশের

আপনার জিমেইল হ্যাকড হয়েছে কিনা যাচাই করুন এখনই

কর্মসূচি স্থগিত, বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

নতুন কোচ নিয়োগ দিল ঢাকা ক্যাপিটালস

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে : ডা. জাহিদ

খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

অপু-সজলের ‘দুর্বার’

১০

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই : উপদেষ্টা ফাওজুল কবির

১১

শেখ হাসিনাকে ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে: জয়শঙ্কর

১২

ঢাকাবাসী জাপান ওয়ার্ল্ডের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

১৩

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা

১৪

মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান 

১৫

বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রথম জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত

১৬

বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

১৭

নদীতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

১৮

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত

১৯

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্তকে যে শাস্তি দিল এলাকাবাসী

২০
X