কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে খতমে নবুওয়তের আলোচনা সভা, ১০ থানার আহ্বায়ক কমিটি

ঢাকা-২ জোনের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
ঢাকা-২ জোনের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

জরুরিভিত্তিতে কাদিয়ানি সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব।

তিনি বলেন, এই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। আমাদের ইমান ও আকিদা হেফাজতের দাবির ব্যাপারে এবং কাদিয়ানি সম্প্রদায়ের অপতৎপরতার বিষয়ে দেশবাসীকে সজাগ ও সচেতন করতে হবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা-২ জোনের উদ্যোগে রাজধানী গুলিস্তানে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মাওলানা ইউনুস ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

জুনাইদ আল হাবিব বলেন, আমরা দেশের সব মসজিদের ইমাম ও খতিবদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা নিজ নিজ এলাকার মসজিদে কাদিয়ানিয়্যাতের ওপর আলোচনা করার উদ্যোগ গ্রহণ করুন।

তিনি আরও বলেন, খতমে নবুওয়তের এই ইমানি আন্দোলনকে শক্তিশালী করতে এবং সফলভাবে তা বাস্তবায়ন করার জন্য দেশের সব খতমে নবুওয়তের সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার কোনো বিকল্প নেই।

আলোচনায় মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, আমরা আগামী ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন করার যে উদ্যোগ গ্রহণ করেছি, তার আগেই ঢাকার সকল জোন কমিটি ও ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন করতে হবে।

তিনি বলেন, তাহাফফুজে খতমে নবুওয়তের দেশব্যাপী যে জেলা, উপজেলা, থানা ও বিভাগীয় কমিটি আছে, সেখানে আকিদায়ে খতমে নবুওয়ত এবং রদ্দে কাদিয়ানিয়্যাত শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া খতমে নবুওয়তের কাজকে আরো বেগবান করতে রাষ্ট্রীয় সব পর্যায়ের দায়িত্বশীলদের নিকট আমাদের দাওয়াতি পয়গাম পৌঁছাতে হবে।

সভায় ঢাকা-২ জোনের আওতাধীন ১০ থানায় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে খিলগাঁও থানায় মুফতি দেলোয়ারকে আহ্বায়ক ও মাওলানা মঈনুল ইসলামকে সদস্য সচিব, সবুজবাগ থানায় মাওলানা নজির আহমদকে আহ্বায়ক ও মাওলানা মাহমুদুল হাসানকে সদস্য সচিব, শাহজাহানপুর থানায় মাওলানা আব্দুর রশিদকে আহ্বায়ক ও মাওলানা সুলতান মাহমুদকে সদস্য সচিব, মতিঝিল থানায় মাওলানা জুবায়ের আহমাদ পীর জঙ্গিকে আহ্বায়ক ও মাওলানা ওমর ফারুককে সদস্য সচিব, রামপুরা থানায় মাওলানা হাসান আহমাদকে আহ্বায়ক ও মাওলানা হেদায়াতুল ইসলামকে সদস্য সচিব, পল্টন থানায় মাওলানা তাওহিদকে আহ্বায়ক এবং মাওলানা সালমানকে সদস্য সচিব, শাহবাগ থানায় মাওলানা সলিমুল্লাহকে আহ্বায়ক ও মাওলানা আব্দুল আহাদকে সদস্য সচিব, রমনা থানায় মাওলানা নজরুল ইসলামকে আহ্বায়ক ও মাওলানা জোবায়েরকে সদস্য সচিব ও হাতিরঝিল থানায় মাওলানা মাহফুজুর রহমানকে আহ্বায়ক ও মাওলানা মাহবুবুর রহমানকে সদস্য সচিব করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইউম সোবহানী, সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মির ইদ্রিস, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা মুমিনুল ইসলাম, মুফতি আল আমিন ফয়েজী, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা রশিদ আহমদ, মাওলানা উমর ফারুক, মাওলানা আব্দুর রশিদ, মুফতি দেলোয়ার সাহেব, মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা ইসমাঈল, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা নজির আহমদ, ডা. মাসুদ হাশেমী, মাওলানা তাওহিদুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

এলোপাতারি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

১০

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১১

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১৩

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১৪

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৫

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৬

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৭

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৮

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৯

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

২০
X