কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাহাড়ের অবস্থা এখন শান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

এখন পাহাড়ের অবস্থা শান্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খাগড়াছড়ির গুইমারায় সহিংসতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে খাগড়াছড়ির অবস্থা শান্ত। সেখানে এখন মোটামুটি কোনো সমস্যা নেই। কিছু কিছু লোকের উদ্দেশ্য ছিল যাতে হিন্দু ধর্মাবলম্বীরা ভালোভাবে পূজা উদযাপন করতে না পারেন, কিন্তু তারা সফল হয়নি।

তিনি বলেন, ফ্যাসিস্টরা খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে, গতকাল (সোমবার) স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। কিছু সস্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য সহযোগিতা দরকার।

প্রসঙ্গত, তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে বলবৎ রয়েছে ১৪৪ ধারা। শহরে ঢুকতে বা বের হতে তল্লাশি চালানো হচ্ছে। জুম্মা ছাত্র-জনতার অবরোধ শিথিল থাকলেও অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি চলাচল করছে না।

এদিকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থাসংক্রান্ত প্রেস কনফারেন্সে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা ১৭৬০টি মামলার মধ্যে ৫৫টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এই ৫৫টি মামলার বাইরে বাকি সব মামলা তদন্তাধীন। তবে সরকার ফৌজদারী কার্যবিধির ১৭৩-এ ধারা অনুযায়ী, ইতোমধ্যে ১৩৬ জনকে মামলার অভিযোগ থেকে আদালত অব্যাহতি দিয়েছে পুলিশ রিপোর্টের প্রেক্ষিতে। আরও ২৩৬ জনের জন্য আবেদন বিবেচনা করছে পুলিশ, যাদের পুলিশ নিরীহ ও নির্দোষ মনে করছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মোট ১৭৬০টি মামলার মধ্যে ৭৬৬টি হত্যা মামলা। অন্যান্য ধারার মামলার সংখ্যা ৯৭৪টি। চার্জশিট দেওয়া ৫৫টির মধ্যে ১৮টি হত্যা মামলায় ১৯৪১ জনকে অভিযুক্ত করে পুলিশ চার্জশিট দিয়েছে। অন্যান্য ৩৭টি মামলায় ২ হাজার ১৮৫ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

তিনি বলেন, চার্জশিট দেওয়া ১৮টি হত্যা মামলাগুলো হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, শেরপুর, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, পাবনা, কুড়িগ্রাম, বগুড়া, আরএমপিতে। এ ছাড়া অন্যান্য ধারার ৩৭টি মামলা বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, ময়মনসিংহ, রাজশাহী, নরসিংদী ও বরগুনা জেলায়।

পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলা এসআই বা ইন্সপেক্টররাই তদন্ত করছেন না, সিনিয়র কর্মকর্তারাও সুপারভাইস ও তদন্ত করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির আর্থিক অনুদান

এনসিপিসহ দুই দল নিবন্ধনের শর্ত পূরণ করেছে : ইসি 

প্রতীক নিশ্চিত করতে এনসিপিকে চিঠি দেবে ইসি

মুক্তি পেলো ‘মহানায়কের গান’ সিজন ২-এর দ্বিতীয় গান

প্রতিদিন দুপুরে ভাতের সঙ্গে কাঁচামরিচ খেলে কী ঘটে শরীরে?

লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, ভারতের প্রতিক্রিয়া

একটি পক্ষ দেশে ধর্মীয় বিভেদ সৃষ্টির চেষ্টা করছে : আজাদ 

আতঙ্কের নগরী খুলনা, ২৪ ঘণ্টায় উদ্ধার ৪ মরদেহ

মন্দিরে ডিউটিরত অবস্থায় গুলি চুরি, ওসি প্রত্যাহারসহ ৭ জন বরখাস্ত

স্কুটিতে পিকআপভ্যানের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

১০

অন্য কারও পয়সায় আমি ঘুরতে যাই না : প্রভা

১১

বয়স শিথিল করে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ

১২

ট্রাম্পের গাজা পরিকল্পনায় পাঁচ প্রশ্নের উত্তর নেই

১৩

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কত পেলে পাস, জানাল এনটিআরসিএ

১৪

হত্যা মামলার ২০ বছর পর ৩ আসামির যাবজ্জীবন

১৫

আফগানিস্তানজুড়ে যে কারণে ইন্টারনেট সেবা বন্ধ

১৬

ট্রেন ছাড়তে দেরি, ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ

১৭

খাগড়াছড়িতে সহিংসতার তদন্তে ৫ সদস্যের কমিটি

১৮

রাজধানীতে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাহাড়ের অবস্থা এখন শান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০
X