

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন খালেকুজ্জামান চৌধুরী। তিনি এই অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম ফারহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। একই সঙ্গে বর্তমান প্রধান প্রকৌশলী শামীম আক্তারকে রিজার্ভে পাঠানো হয়েছে।
২০২০ সালে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ শামীম আখতার। এ পদে দায়িত্ব পাওয়ার আগে তিনি হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।
গণপূর্ত অধিদপ্তরের সূত্র বলছে, শামীম আক্তার আগামী ডিসেম্বর মাসে তার চাকরি মেয়াদ শেষ হবে এবং অবসরে যাবেন; কিন্তু তার মাত্র দুই মাস আগে রিজার্ভে পাঠানো হয়েছে।
অভিযোগ আছে, প্রধান প্রকৌশলী হিসেবে শামীম আক্তার দায়িত্ব পালনকালে তার নামে ব্যাপক অনিয়মের অভিযোগ আছে। বিশেষ করে উন্নয়ন ও মেরামত কাজে বিভিন্ন সময় অনিয়ম প্রমাণিত হলেও সেসব কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। যার কারণে বিভিন্ন সময় ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। একই সঙ্গে যেসব প্রকৌশলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি হয়ে বিভিন্নভাবে চাপে রয়েছেন তাদের জন্য তিনি কোনো ভূমিকা রাখেননি। তাই দীর্ঘদিন ধরে কর্মকর্তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন