

ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)’ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম সভায় মিরাজ-শান্তসহ একাধিক ক্রিকেটার, সাবেক ক্রিকেটারকে দায়িত্ব বণ্টন করে দিয়েছেন সভাপতি মোহাম্মদ মিঠুন।
অনলাইনে হওয়া এই সভায় উপস্থিত ছিলেন কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা। সেখানে কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়।
সভাপতি মিঠুন জানান, পুরুষ-নারী ক্রিকেটারদের আস্থার জায়গা অর্জন করতে হবে কোয়াবকে। একই সঙ্গে ক্রিকেটারদের সুযোগ-সুবিধাকেই প্রাধান্য দেওয়া হবে বলে মন্তব্য করেন কোয়াব সভাপতি।
তিনি বলেন, ‘কোয়াবকে অবশ্যই বাংলাদেশের সব পুরুষ ও নারী ক্রিকেটারের আস্থা অর্জন করতে হবে। কোয়াবের সর্বপ্রথম অগ্রাধিকার আমাদের ক্রিকেটাররা। আমরা আমাদের ব্যস্ত সূচি থেকে ক্রিকেটারদের সাহায্য করা ও কোয়াবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সময় বের করব।’
কার্যনির্বাহী কমিটিতে বর্তমান পুরুষ খেলোয়াড় কমিটিতে রয়েছেন আকবর আলী এবং নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে, মিরাজ পেয়েছেন তহবিল সংগ্রহ কমিটির দায়িত্ব।
মন্তব্য করুন