

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ পরবর্তী সময়ে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। এর ফলে বন্যাপ্রবণ নদ-নদীর পানি উঁচু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই পূর্বাভাস জানিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর অথবা সন্নিহিত সময়ে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পাউবো আরও জানিয়েছে, অতিভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলভুক্ত নদীগুলোর- যেমন তিস্তা, ধরলা, দুধকুমার, আপার-করতোয়া, আপার-আত্রাই, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন, মহানন্দা, যমুনেশ্বরি, করতোয়া, ঘাঘট, জিঞ্জিরাম, ভুগাই-কংস, সোমেশ্বরী নদীর পানির সমতল ২ নভেম্বর পর্যন্ত দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন