কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে কথা বলায় আদিলুর-এলানকে সাজা দেওয়া হয়েছে: ইউট্যাব

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগৃহীত
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগৃহীত

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের ২ বছরের কারাদণ্ড দেওয়ায় দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

শনিবার (১৬ সেপ্টেম্বর) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে আদিলুর রহমান ও এলানের মুক্তি দাবি করে বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার একদিকে গণতন্ত্র ও আইনের শাসনের কথা বলে অন্যদিকে দিনের বেলায় প্রকাশ্যে ব্যালট ছিনতাই ও ভোট ডাকাতি করছে। তারা দেশের বরেণ্য ব্যক্তি, সিনিয়র সিটিজেন, মানবাধিকার কর্মী, লেখক-সাংবাদিক ও বুদ্ধিজীবীদের হয়রানি করছে। মিথ্যা ও গায়েবি মামলায় সাজা দিয়ে একের পর এক বরেণ্য নাগরকিদের অপমান-অপদস্ত ও মানবাধিকার লঙ্ঘন করছে। যার সর্বশেষ উদাহরণ মানবাধিকার কর্মী অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক নাসির উদ্দিন এলানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করা হয়েছে।

নেতৃদ্বয় বলেন, এমনিতেই বর্তমান সরকারের আমলে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, সশস্ত্র আক্রমণ এবং বিচারবহির্ভূত হত্যা ও গুলিবর্ষণের কারণে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মানবাধিকার, জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা নিয়ে সমালোচনা হচ্ছে। গত বুধবার ও বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি বাংলাদেশে মানবাধিকার সুরক্ষার ব্যাপারে সরকারকে আহ্বান জানানো হয়েছে। আজকে সারা বিশ্ব এই সরকারের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে তাদেরকে মুক্ত করতে বলেছে। ইউরোপীয় ইউনিয়ন রেজুলেশন করেছে যে, অবিলম্বে এই মামলা বাতিল করে তাদের মুক্ত করা হোক এবং বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হোক।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, আমরা মনে করি আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলান বাংলাদেশের মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকারের পক্ষে এবং বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে ইসলামের সমাবেশে নিরীহ আলেম-ওলামাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের বিরুদ্ধে কথা বলেছিলেন, সে জন্যই তাদের বানোয়াট মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে। আসলে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এই সরকার এত ভীতসন্তস্ত্র যে তাদের দুই বছর করে কারাদণ্ড দিয়েছে। আমরা মনে করি, এই ঘটনা সরকারের আবারও একতরফা নির্বাচনের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। আমরা অবিলম্বে আদিলুর রহমান খান শুভ্র ও নাসির উদ্দিন এলানসহ বিরোধী দলের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি গেল সাবেক ম্যানইউ ও রিয়াল মাদ্রিদে কোচের

নির্বাচনী রোডম্যাপ জনআকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি : এবি পার্টি

শুটিং সেটে ঝগড়া করলেন আয়ুষ্মান-সারা

ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : ফারুক

মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা উদযাপনে নানা আয়োজন

‘প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি হয়ে গেছেন’

ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত

ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

প্রশাসনের গাফিলতিতে মধ্যরাতে মেয়েদের হল বন্ধ থাকে : জিএস পদপ্রার্থী জেরিন 

১০

চুরির ভোটে জিতেই কি মোদি প্রধানমন্ত্রী? জোরালো হচ্ছে অভিযোগ

১১

আর্জেন্টিনা খেলবে র‌্যাঙ্কিংয়ের ১৫৭তম দলের বিপক্ষে, জেনে নিন সময়সূচি

১২

দুই বাচ্চার মা বলায় দেবের ওপর চটলেন শুভশ্রী

১৩

আশুলিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৪

সংবিধানের বই উঁচু করে অধ্যাপক কার্জন বললেন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে

১৫

সাবমেরিন ক্যাবলে ত্রুটি, ৪ দিন ধরে অন্ধকারে ১৭ ইউনিয়ন

১৬

চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে মামলা বিএনপি নেতার

১৭

বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই : রাশেদ প্রধান 

১৮

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস 

১৯

শ্যামনগর যুবদলের নতুন আহ্বায়ক শেখ নাজমুল হক

২০
X