বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

আদিলুরকে নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের কড়া বিবৃতি

আদিলুরকে নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের (ফিদ) বিবৃতি। ছবি : সংগৃহীত
আদিলুরকে নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের (ফিদ) বিবৃতি। ছবি : সংগৃহীত

মানবাধিকার সংগঠন ‌‌‘অধিকারের’ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন (ফিদ)।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) আদালতে দেওয়া আদিলুর ও এলানের রায়ের পর তাদের ওয়েবসাইটে এই বিবৃতি প্রদান করে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ঢাকার একটি সাইবার ট্রাইব্যুনাল মানবাধিকার সংস্থা অধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের সেক্রেটারি আদিলুর রহমান খানের পাশাপাশি ওএমসিটি সাধারণ পরিষদের সদস্য এবং অধিকারের পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। সেই সঙ্গে ‘ভুয়া ছবি ও তথ্য প্রকাশ’ এবং ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার’ অভিযোগে প্রত্যেককে ১০ হাজার টাকার আর্থিক জরিমানা করেছে। শুনানি শেষে দুই মানবাধিকার রক্ষাকারীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আদালত লিখিত রায় জারি করার পর খান এবং এলানের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন, যাতে কয়েক মাস সময় লাগতে পারে।

ফিদের সভাপতি অ্যালিস মোগওয়ে বিবৃতিতে বলেন, ‌‘আমাদের বন্ধু, সহকর্মী আদিল এবং এলান দুজন অত্যন্ত সম্মানিত এবং নির্ভীক কর্মী, যাদের একমাত্র দোষ বাংলাদেশের মৌলিক অধিকার রক্ষার জন্য বছরের পর বছর ধরে অক্লান্ত পরিশ্রম করা। আমরা তাদের অবিলম্বে মুক্তির আহ্বান জানাই।’

বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের আগস্টে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়ে একই বছরের মে মাসে একটি সত্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে। যার ফলে আদিলুর রহমান খান এবং এএসএম নাসিরুদ্দিন এলানকে যথাক্রমে ৬২ এবং ২৫ দিনের জন্য নির্বিচারে আটক করা হয়েছিল। জামিনের পরও তারা ক্রমাগত বিচারিক হয়রানির শিকার হয়েছে। বাংলাদেশের আদালতগুলো বারবার তাদের আবেদন প্রত্যাখ্যান করেছে। বছরের পর বছর ধরে খান এবং এলান তাদের মানবাধিকার কাজের জন্য সরকার কর্তৃক অপমান, সমালোচিত এবং পৈশাচিকতার শিকার হয়েছে। শুধু তাই নয় ২০২২ সালের জুন মাসে অধিকারের নিবন্ধন বাতিল করা হয়েছিল।

রায়ের বিরুদ্ধে কড়া সমালোচনা করে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী সংস্থার মহাসচিব জেরাল্ড স্ট্যাবেরক বিবৃতিতে বলেন, ‘যারা হত্যার জন্য নিন্দা করে তাদের শাস্তি দেওয়া উচিত নয়। আদিল এবং এলান আমার দেখা সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে দুজন যারা হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করায় অন্যায়ভাবে শাস্তির সম্মুখীন হয়েছে। কিন্তু অপরাধীরা এখনো মুক্ত। একজন আইনজীবী হিসেবে, এটা দেখে আমি ব্যথিত এই কারণে যে, এই বিচারব্যবস্থা তার মিশন ভুলে গেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে কর্মসূচি

এখনো ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান : পররাষ্ট্র উপদেষ্টা

রাবির তিন শিক্ষক বরখাস্ত, ছাত্রত্ব বাতিল দুই শিক্ষার্থীর

‘চশমা’ প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক জাগপা

মানুষের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া সব সময় আপসহীন : মাসুদুজ্জামান

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ওমরাহ পালন

সেঞ্চুরিও বাঁচাতে পারল না ভারতকে, সমতায় সিরিজ

মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বসতঘর

খালেদা জিয়ার চিকিৎসায় হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

১০

শরীয়তপুরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া

১১

পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের যে দাবি

১২

সন্তানহারা মা কুকুরটিকে দেওয়া হলো দুটি নতুন ছানা

১৩

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, থাকছেন জাতীয় দলের সাথেই

১৪

সনাতনী ধর্মাবলম্বীদের অধিকার রক্ষার অঙ্গীকার কাজী আলাউদ্দিনের

১৫

স্কুলে ভর্তিতে বয়সসীমা নিয়ে নতুন নির্দেশনা

১৬

বাস-ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

১৭

চা খেয়ে ফিরছিলেন চার বন্ধু, একে একে প্রাণ গেল তিনজনের

১৮

বিশাল এক ইলিশ ১৪ হাজারে বিক্রি

১৯

পিকনিকের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

২০
X